Saturday, November 12, 2022

কালিদাস






আমরা সবাই কালিদাস
যে পৃথিবী রূপী ডালে বসবাস
সেটারই করছি সর্বনাশ।   

হে ঈশ্বর, তোমার কৃপার আলোকে
অন্ধকার যেন কাটে চারিদিকে
কালিদাস-এর মত আমাদের
ভিতরের কবি উঠুক জেগে।

আমরাও যেন পারি রচনা
করতে তোমার এই মায়ামঞ্চে
তোমারই তৈরী করুণা ধারা,
এক সুন্দর, সজীব, বসুন্ধরা।  

2 comments: