Wake up, mister and miss
to the world of peace,
the violent reality
you construct is but
a myth, it is blissfully
amiss
A space where eco-socio-political views are shared with love, compassion. Peace, above everything else.
Wake up, mister and miss
to the world of peace,
the violent reality
you construct is but
a myth, it is blissfully
amiss
In silence, the seekers are
seeking; intention, instrument
much the same, the difference
is but in the names,
not in the divine game.
They all hold a rosary
in their hands
eyes closed they pray
their nimble fingers play
to end their major misery,
wars, trumpeting the seas
and the sands.
If all are praying for
peace, then why is
the bliss amiss?
Are we getting drowned
in the words instead of
sailing across to reunite
with the unique thought!
There's no point explaining anything to anyone. Deep inside, we rest loyal to our thoughts and are completely unwilling to move an inch from what we think is right. It's like the terrorists, or like the present government in west bengal; we think we are right in doing what we're doing; killing of the innocent, promoting and sponsoring corruption, violation, murder; they have their logic to play out on society.
We are destined to be miserable. Raising our voice has no meaning. To give up seems to be the only solution. We cannot sweeten the sea by adding sugar to it.
Nonetheless, the effort to bring about a shift in the mindset must go on, hopelessly, pointlessly.
আর কতদিন এরকম নিষ্ঠুরতা দেখতে হবে বাঙলার মানুষকে! ছোট ছোট ডাক্তার বন্ধুরা উপোস করছে, আপোষ করছে না।
সরকার তাদের কাছে একদিকে ছুটে যাচ্ছে না আর অন্যদিকে তাদের কারাগার রূদ্ধ করছে। এই না কি আমাদের মন্ত্রী! ইলেকশনে জিতে যিনি গান গেয়ে উঠেছিলেন, 'আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার তরে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে'? তিনি তো অহংকারে আত্মহারা হয়েছেন, ভ্রষ্টাচারে, জর্জরিত হয়েছেন। যারা অপরাধী উনি তো প্রত্যক্ষে তাদেরই হয়ে বিচার চাইছেন! 'মা, মাটি, মানুষ', এই পবিত্র মনোভাব কলুষিত করেছেন।
স্বাস্হ্য দপ্তরের মুখোশ খোলার বদলে তাকে ঢাকা চাপা দিচ্ছেন। This audacity takes us back into Marx's Das Kapital, where it is clearly mentioned how power corrupts a leader, then an entire society.
এর থেকে কি সত্যিই আমাদের মুক্তি নেই?! এই সরকার কে উচ্ছেদ করে কী লাভ! বদলে যারা আসবেন তারা তো কেউই কম যান না!
মুল অর্থ হোলো টাকা! কত টাকা, যে যত পারো দেশসেবার নামে লুটেপুটে নাও। কেউ হিসেব চাইবে না।
বাঙলার মাটিতে জন্মেছিলেন রামমোহন, বিদ্যাসাগর, আচার্য প্রফুল্লচন্দ্র, জগদীশ চন্দ্র বসু, মেঘনাদ সাহা, এঁরা। জন্মেছিলেন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র।
আধ্যাত্মিক জগতের সাধু নারীপুরুষেরা। চৈতন্য, রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ, এঁরা। এঁদের মধ্যেও ছিল অফুরন্ত শক্তি, কিন্তু এ স্বার্থ ত্যাগের শক্তি, যে শক্তি মার্ক্সের শক্তির মত ভ্রষ্টাচারের বুলেটে বিদ্ধ হয় না।
আমার ধারণা যদি ভুল না হয় তো এবার ডাক্তারদের সাথে সাথে হয়তো অনেক পুলিশরাও ইস্তফা দিতে শুরু করবেন। সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও গণ ইস্তফায় যোগদান করবেন।
কিন্তু নির্বাচন সর্বস্ব নির্বিকার সরকারের ঔদাসীন্য আরো কতক ফুটফুটে অনশনরত ডাক্তারদের মৃত্যুর কারণ হবে না তো।
আমরা শুধু দ্রষ্টা, তবে আমাদের হাতে অসীম ক্ষমতা, তাই এক ভুল ভোট দিয়ে আবার একটা ভুল করতে পারি। বছরের পর বছর আমরা সব্বাই এই ভুল করার ক্ষমতার ভুলভুলাইয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। রাবণকে প্রতি বছর পুড়িয়েও শেষ করতে পারছি না। কারণ 'যে যায় লঙ্কায় সেই হয় রাবণ'।
এ সবের জন্য দায়ী কে? বা কী? একদিকে রয়েছে অফুরন্ত টাকার ভান্ডার আর অন্যদিকে হচ্ছে অর্থ অপসারণ করার সুযোগ।
এ হেন ব্যবস্থার মধ্যেও মানুষ আশার আলো দেখতে চায়। কি করে!
পাপেট পুলিশ পুতুল
পুলিশ এখন পাপেট
হলো শাসকদেরই জোরে
প্রমাণ খোঁজার দাপটে
যে প্রমাণ লোপাট করে।
ধর্ষক শিকার করতে
ফেলে ধর্ষিকাদের জ্বালে
ছলে বলে কৌশলে
সে সত্য গোপন করে
পরিবারকে লোভও দেখায়
টাকাকড়ি দিয়ে।
যাদের কাছে করবো নালিশ
রাই মোদের মারে
অবাক হয়ে আমরা দেখি
পুতুল নাচে পুলিশ।
বুকে অসীম আশা নিয়ে
স্লোগান দিচ্ছি সাথে
বিচার চাই বিচার পাবই
সবাই দিনেরাতে
হাতেহাত রেখে যে তাই
হাঁটছি পায়ে পায়ে।
মায়ের বোধন হবার আগেই
বিচার পেতে চাই
এবার পুজোয় নতুন আলোয়
আমরা সাজতে চাই।
পুলিশ যতই হোক না কেন
পাপেট কিংবা পুতুল
এবার পুজোয় ফুটুক নতুন
কিশলয়ের ফুল।
I’m on cloud nine.
So much in love
I could tie
an ocean with
a thin thread
and gift it to
the lifeless sky
despicable, dry.
I could pull out
a mountain like
a flower,
take out a flower
that rose from the
bombed earth,
shower them onto
the vast blank
the void witness
that since long drank
all the waters
from the rivers
turned them into
nothingness.
Love! Love! Love!
If you're looking for love
you cannot see
take it from me for free,
Where are you?
The truant child
gone into a hiding.
Come back you shy
infant, your smell
your smile, your
innocence disappeared
in the cloud of intelligence
here in the hearth
there’s only hearse
passing by
words, actions, a curse
on the childless earth.
While there are more men
learned men of letters,
way too well-read
there’s this occult night
dark, dreadfully red,
the seraphic cloud
adrift in the crowd,
the crying cradle jowls
in the mounds of dead
in search of a bonding
looking for a tying thread.
If you're in conflict
with anyone, or
with anything
you are following religion.
If you're not in conflict
with anyone, or
with anything
you are following
spirituality.
Both are beliefs.
When you are dealing
with minds
you drown in conflicts.
When you cling on to
consciousness
conflicts cease to exist.
Both are beliefs.
The foreword
Abhaya! The modern Joan of Arc
from the city of joy.
They murdered you, but you’re immortal despite their ploy.
A heart of a caregiver so honest and true
Before 2047, wish we could make your statue;
We will not let you die
You raised your voice against corruption,
against the goons, their lies
We will deafen them with our outcries.
Your innocence will be heard from afar
Your face will shine like the golden star
We’ll reveal their dirty, nasty, ghastly game
Not rest until they’re punished
Until they’re put to shame.
The body
Deprived and wronged doctors
Raise their voice against violation and murder
Merciless butchering of a doctor on duty, a mayhem
Out in the open now like the sky of autumn
Unopened box of unwritten robbery, chicanery revealed
Medical practitioners marched and screeched
Indian men, women from all walks of life joined the protest
The slogan ‘we want justice’ echoed without rest.
Agonized parents, colleagues, lawyers, players out on the streets.
Determined, demanded justice from the leaders, from the police.
Eager to know the reason behind the slaughter, indoctrination, depredation
Bemoaned kerfuffle clamored the lackadaisical police chief's resignation.
Nocturnal fears conquered, the women claimed the nights
Angered with the administration, their horrendous plights.
Truth will come out, it cannot remain in the dark,
Herculean task before us is to expose the misdemeanors’ mask.
The epilogue
History has witnessed a deadly act that shouldn’t ever repeat
Not helpless, the Doctors stand hand in hand, they'll not accept defeat.
Faith is a qualification.
Not everybody has it.
It gives you a passport
to the real world.
Once achieved,
it never expires, dies.
The fake world
you learn is a pack
of lies.
Big waves looking down upon
small waves.
Small waves feel small
big waves, tall.
With their forms, they have
names, their identities.
Giganwaves, the Gs don't talk to
Dwarvwaves, the Ds;
One day the ocean said
two things to
the Gs and the Ds,
they're not the same,
and they're going to die
whatever their stature be.
Not the same, we know!
But die? Oh!
The waves, big and small,
were sad, they wept real hard,
they roared real bad
the ocean, they thought could lie!
At last, they went to Asilomar,
a Saintwave, the real star.
Asilomar said
they're much the same,
they're never going to die,
repeated there's no difference
between them.
No difference! Weird!
But never to die? It must be fun,
but how, they asked.
The Gs and the Ds were told,
regardless of their names,
forms, roles, faults and strengths,
they're all water, all one.
All one? How weird, said the
untouchable Ds, stunned!
Ridiculous, snapped the
standoffish Gs!
The Saintwave went on…
You, the Gs, the Ds, are one,
much as those froths, the foams
that land on the shores.
From the ocean they
might one day
be a cloud in the sky,
fall as raindrops
on the lands, rivers, or ponds
to let flowers bloom, fruits, crops
grow, the earth glow;
each of them is life,
the Gs, the Ds alike;
they will continue to flow
roll or fly
but they'll never ever die.
Influenced by the Adwaita Vedanta