পুলিশ এখন পাপেট
হলো শাসকদেরই জোরে
প্রমাণ খোঁজার দাপটে
যে প্রমাণ লোপাট করে।
ধর্ষক শিকার করতে
ফেলে ধর্ষিকাদের জ্বালে
ছলে বলে কৌশলে
সে সত্য গোপন করে
পরিবারকে লোভও দেখায়
টাকাকড়ি দিয়ে।
যাদের কাছে করবো নালিশ
তারাই মোদের মারে
অবাক হয়ে আমরা দেখি
পুতুল নাচে পুলিশ।
বুকে অসীম আশা নিয়ে
স্লোগান দিচ্ছি সাথে
বিচার চাই বিচার পাবই
সবাই দিনেরাতে
হাতেহাত রেখে যে তাই
হাঁটছি পায়ে পায়ে।
মায়ের বোধন হবার আগেই
বিচার পেতে চাই
এবার পুজোয় নতুন আলোয়
আমরা সাজতে চাই।
পুলিশ যতই হোক না কেন
পাপেট কিংবা পুতুল
এবার পুজোয় ফুটুক নতুন
কিশলয়ের ফুল।
Wonderful verses on WB reality . Along with intectual deliverance Bengalees need psychological transformation.
ReplyDeleteThank you.
Delete