Territories that engage in weapons and war,
wherever they are
should be banned as underdeveloped lands,
be renamed with legalese as the fourth world countries;
those substandard nations without gumption need to be thrown into the subhuman zone.
A space where eco-socio-political views are shared with love, compassion. Peace, above everything else.
Territories that engage in weapons and war,
wherever they are
should be banned as underdeveloped lands,
be renamed with legalese as the fourth world countries;
those substandard nations without gumption need to be thrown into the subhuman zone.
অনেক দেখলাম, শুনলাম, বুঝলাম।
আর দেখে, শুনে, বুঝে কাজ নেই।
এবার ধ্বংসস্তূপের বিছানায়,
অবিশ্বাসের বালিশে মাথা রেখে,
অবক্ষয়ের চাদর ঢেকে শোবো।
সেই আগের মত নরম চাঁদের আলো
এসে পড়বে আমার সমস্ত ক্ষতবিক্ষত,
জর্জরিত শরীরে।
রেহাই পাব জাগরণের বিভীষিকা
থেকে, অব্যাহতি পাব ক্ষনিকের
জন্য মেকাপে ঢাকা মেকি
মানবিকতার থেকে।
জোৎস্নার উষ্ণ আলিঙ্গনে
আমি স্বপ্ন দেখবো
এক মুখরিত সুর্যোদয়ের।
When rules are overruled,
when words are all betrayed,
when homes are not for good,
when schools are far from safe,
when children are not schooled
when adults are not groomed,
when wars kill and fake,
when peace is at stake,
when skills do not heal,
when growth doesn't help,
when actions cease to feel,
when thoughts are off the shelf,
when the brain fails the heart,
the world falls apart
জীবন চলছে সুন্দর
বাবা, মা দীর্ঘায়ু
সন্তানাদি সব মেধাবী
ঐশ্বর্য, সাফল্য প্রচুর;
এ পরিবারের সদস্যরা
বেশির ভাগই হয় উদ্ধত,
নিষ্ঠুর, ঘটা করে পূজা করে
বটে পরিপাটি করে,
তবু মন থাকে ঈশ্বরের
থেকে দূর বহু দূর।
যে পরিবার দেখেছে অভাব,
যুঝেছে অকালমৃত্যু
বৈভব যেথায় অনুপস্থিত,
তারা পূজা করে ভক্তি ভরে,
থাকে কম বেশি ঈশ্বরের ঘরে।
যে পরিবারে ঘোর প্রতারনা
ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, ঘৃণা,
পরকীয়া প্রেমে ঘেরা সংসার,
ঈশ্বর নিয়ে তারা প্রায়ই
হাসাহাসি করে, সবেতেই
তাদের ঘোর অবিশ্বাস,
ঈশ্বর সেখানে নেয় না
শ্বাস প্রশ্বাস ।
যার হঠাৎ কাটা গেছে হাত,
বাদ গেছে কোনও অঙ্গ
কোনো দুর্যোগ বিপর্যয়ে,
হেলায় পাওয়া সেই অঙ্গ,
থাকতে যাকে করেনি কদর
কখনও, আজ তারই জন্য
করে অরন্যে রোদন,
হয়ে সতত ঈশ্বরে মগন।
যে পরিবারে সব থাকতে
রয় ঈশ্বরে মন, আস্থা
তারাই ঠিক পথে চলে
অতিক্রম করে বন্ধুর রাস্তা।
সাজা পেলে গ্রহণ করো
করজোড়ে, সে যে আসে
তোমারই কর্ম ফলে,
প্রসাদের সাজে।
ঈশ্বর আসে নিকটে,
তোমায় কাছে পেতে।
সেদিন তুমি কোন সকালে
কোনও কিছুই না বলে
অন্ধকারে ভাসিয়ে আমায়
কেন চলে গেলে?
এসেছিলে এই তো সেদিন
চারিদিক আলো করে
মিলন ছিল নিশি ভোরে
ভুবন ভরা ছিল আশা
ভবনেতে ভালবাসা
জীবন কভু ছিল না মলিন!
তোমার স্মৃতিরা আজ
ঘিরে থাকে আমাকে
নেই ঘরে কোন সাজ,
একা একা নিজে নিজে
করি হাট বাজারের কাজ
চোখদুটো মোর বৃথা
ঘুরেফিরে তোমাকেই
খোঁজে!
কি দোষ করেছি কেন
বলে গেলে না,
কোন পাপে এ হেন
সাজা, অসীম বেদনা?
থাকতে একা হবেই যখন
ঠিক করে এ জীবন
ডোবাবো কাজেতে মন
এ হবে আমার পরীক্ষা
দিনরাত আশা নিয়ে
কাউকে না জানিয়ে
করবো তোমারই প্রতিক্ষা।
#poesia #poem #poetry #poetrycommunity #poetrylovers #poetryisnotdead #poetryislife
বাঙলায় জুলাই শুধু
শুরু থেকে জ্বলবে
নিরূপায় মানুষ তাই
সবটাই দেখবে।
রাজনীতি জ্বালানিতে
পঞ্চায়েতের তাপে
সব রীতি পুড়বে।
বাঙলার জুলাই ভাই
শুরু থেকে জ্বলবে।
আমি হেঁটে চলেছি
স্বপ্নরাজ্যে
শত সহস্র স্বপ্ন গ্রাস
করেছে বহু ফেলে
আসা জীবন।
আলো আঁধারে মেশা
অন্তরালে ঢাকা চোখের
ও বেদির পর্দা।
আমার নাটক আমিই লিখছি, আমিই দেখছি,
অভিনয় করছি, বিড়বিড়
করে প্রম্প্টও আমিই করছি।
রচনা, রচিত, রচয়িতা,
অর্থ, অনর্থ সবই ম' ম' করছে আমার গন্ধে।
আমার শব্দ আমারই আওয়াজে হতবাক।
আমার দেহ কখনও রক্তমাংসের, কখনও কাগজের ওপর আঁকিবুঁকি
সহস্র স্পন্দন।
একের পর এক, এরা এত
মানুষ কারা? সব আমি!
কি দয়ালু সে, যে আমাদের
সর্বশেষ জীবনের
সুখদুঃখ টুকুই মনে রাখায়, বাকি অসংখ্য মূহুর্তগুলি
আড়াল করে দাঁড়ায়।
কিন্তু না, সে নির্দয় খেলা খেলে চলেছে তার এ্যমনেশিয়ার বরদানে।
তাই একই ভুল করে চলেছি
জন্ম জন্মান্তর ধরে?
সে যাই হোক, বিচারে লাভ নেই।
হেঁটে চলেছি কখনও মঞ্চে কখনও ময়দানে একইভাবে অনেকরকম করে।
#poesia #poem #poetry #poetrycommunity #poetrylovers #poetryisnotdead #poetryislife
মন্থর গতিতে হৃদয়ে এসো
তুমি, শুধু তুমি, ভালোবেসো
প্রার্থনা হোক প্রেমের যত নিবেদন
পরিপূর্ণ কর আমার এ জীবন।
দুর্নিবার বেগে এসো ঝড়ের মতন,
মাতনে ভরুক আত্মা, আমার অমূল্য
রতন, আমার দেহ স্পর্শ করুক তোমার
ঐ শ্রী চরণ
ওগো বন্ধু, আমার অমেয় প্রসাদ,
সে যে তোমার উষ্ণ আলিঙ্গন।
এসো হে পরম বন্ধু
এসো নাচে গানে,
তোমার আগমনে আজ
ফুলে ফলে ভরা আমার বাগানে,
এসো বসি মোরা নিভৃতে দুজনে
তুমি বল, আমি শুনি,
আমি বলি, তুমি শোন
হালকা সুরেলা হাওয়ায় যেন
গুনগুন যত অমৃত বাণী
ঘুচাক বাধা, মিটাক গ্লানি।
এসো সখা, এসো পরম বন্ধু
মোর, কাটুক আঁধার রাত্রি
আসুক আলোকিত ভোর,
সবই যে ছিল মিথ্যা অভিনয়
তোমার স্পর্শ-প্রসাদে তাই তো
পাব আজ আমার আসল পরিচয়।