Wednesday, May 24, 2023

অপদার্থ


একদিকে প্রযুক্তির উন্নতি হচ্ছে চরচর করে লাফিয়ে

লাফিয়ে, ভারসান এগুচ্ছে

দুর্নিবার গতিতে।


অন্যদিকে মনের কোনো উন্নতি নেই,

সে যে তিমিরে ছিল, সে তিমিরেই আছে। 

জঙ্গলের খাওয়া খাওয়ি, মারামারি, খুনাখুনি চলছে একই রকম করে।


গরিব আরও গরিব হচ্ছে ধনী আরোও বেশি ধনী।

অষাঢ় জড়পদার্থ এআই

উঠছে সিঁড়ি বেয়ে আসেপাসে।


উন্নতির আষাঢ়ে গল্পে

মুগ্ধ মানুষের মন মুখ 

থুবড়ে পড়ে আছে বিনা বিকাশের আকাশে।

অপাঙক্তেয়


পৃথিবী জুড়ে আনন্দ,

তার প্রতিটি কানায় প্রাচুর্য,

ধরিত্রীর বুকে শুধু ক্ষমা

আর অপরিসীম ভালবাসা,

তাকে ঘিরে সব গ্রহনক্ষত্র 

স্নেহের আলোকবর্ষনে তাকে

রেখেছে চিরসবুজ, চিরনবীন। সুমধুর সুরে তালে ছন্দে তার রমনীয় নৃত্যে গানে ঘুরে ঘুরে সে জীবনকে মাতৃরূপে করে চলেছে লালনপালন।


এর মধ্যে অভাব, দারিদ্র্য,

প্রতারনা, ভ্রষ্টাচার, ক্ষমতার

যুদ্ধ এসব বেতালা, বেসুরো আবিষ্কার কে

করলো, কিভাবে হলো এদের আবির্ভাব, অচেতনে

কে করলো এদের আলিঙ্গন।

Wednesday, April 19, 2023

প্রতি বিষয়ের বিষ

 


প্রতিযোগিতা, তুলনা

দিয়ে গড়া জীবন,

কখনও মুকুট পরায়,

কখনও গলায় বাঁধে ফাঁস,

হার বা জিত আটকায়

আমার বিকাশ, অদৃশ্য সর্পের

মত দড়ি আমার মনের

ডানা-গুলিকে অকেজো

করে দেয়, অবুঝের মত

হয় আমার সার্বিক বিন্যাস!


এর থেকে মুক্তির পথ খুঁজে

নিয়ে এক কোণায় বসে

আমি আমার কবিতা লিখি,

শুকনো, অসাড় অক্ষরগুলো ঝুলে থাকে

পাতায় পাতায়।

ওদের কেন বন্দি করলাম,

কেন বন্ধ করলাম, কোন

প্রতিযোগিতা আর তুলনা-র

অভিপ্রায়? 


প্রত্যেক বিষয়ে ঢুকে পড়া এই দুই বিষ যেন

অমৃত পান করে হয়েছে অমর। 


এদের মারতে হবে, এদের সমূলে বিনাশ করতে হবে। 

চারিদিকে আলো-রূপি

আঁধার, মুখোশ পরে বসে

আছে অচেতন সংসার।

Sunday, April 16, 2023

Going wrong


Let me know what

wrong I've done

my friend, I'll

drop the guns from

the mind; to these meaningless wars 

will put an end.


I'll also do the same,

I'll also do the same.


If our lives would be

as simple and strong,

we'd wring out the truth from what is false,

growth and prosperity 

could never go wrong.


The mask


mask in between

birth and death

suffocates life 

within a jail of titles 

panting for breath 


Saturday, April 15, 2023

Let's give grace a chance

I am deliberately loosening my sharpness to talk

to an intelligent person

like you, I know that the

"The devil can cite Scriptures for [their] purpose"

You talk so sweet, but your actions do not coalesce.

I'm losing all the sharpness. Let there be

a permanent space between the two of us.

Let's give grace a chance.


I have Him to embrace,

That pure love and solace.

Sunday, March 19, 2023

Friday, March 17, 2023

A piece of furniture

 

It is a table
with me for several

years,

my grandparents
brought it home,
they died long ago,

I learned to read, write,
lean, stand, eat on it, 
it had also gone places,
with me,

saw its stiffness, its
strength slowly turning
into softness,

the apron, the legs,
the stretcher,

yet it hadn't lost
its shine
by being what it is,

I see the wounds
'I love you', 'I hate you'
written on its top with
the compass needle,

I'd marvel at its
outstanding support
when I struggled hard 
to write my poems on peace
on it, if I wrote in French,
I'd be obliged to refer
to it as 'her',

now I love it blindly 
when I'd hear the sound of 
my granddaughter writing 
a, b, c on her spiral notebook,
or, in time, when she'd wrongly
spell peace as 'piece', it surprised
her when I explained
to her the meaning, 

she laughed, I heard a 
swinging sound,
I knew where it came from

Monday, February 20, 2023

lifesaver

lifesaver 


I find a home

in the sadness

of your eyes,

a nest in your

unkempt hair;



I find a home

in the middle

of brutal wars,

a house in the rubble

of an earthquake;


a river flows through

the restlessness of

your skin, I draw

a dream tree, hanging

juicy fruits, of past

bitterness,

I imagine

falling asleep;


inside my heart

there's an unoccupied

garden, green, serene,

pristine, built

with warm words