একদিকে প্রযুক্তির উন্নতি হচ্ছে চরচর করে লাফিয়ে
লাফিয়ে, ভারসান এগুচ্ছে
দুর্নিবার গতিতে।
অন্যদিকে মনের কোনো উন্নতি নেই,
সে যে তিমিরে ছিল, সে তিমিরেই আছে।
জঙ্গলের খাওয়া খাওয়ি, মারামারি, খুনাখুনি চলছে একই রকম করে।
গরিব আরও গরিব হচ্ছে ধনী আরোও বেশি ধনী।
অষাঢ় জড়পদার্থ এআই
উঠছে সিঁড়ি বেয়ে আসেপাসে।
উন্নতির আষাঢ়ে গল্পে
মুগ্ধ মানুষের মন মুখ
থুবড়ে পড়ে আছে বিনা বিকাশের আকাশে।
No comments:
Post a Comment