Wednesday, May 24, 2023

অপাঙক্তেয়


পৃথিবী জুড়ে আনন্দ,

তার প্রতিটি কানায় প্রাচুর্য,

ধরিত্রীর বুকে শুধু ক্ষমা

আর অপরিসীম ভালবাসা,

তাকে ঘিরে সব গ্রহনক্ষত্র 

স্নেহের আলোকবর্ষনে তাকে

রেখেছে চিরসবুজ, চিরনবীন। সুমধুর সুরে তালে ছন্দে তার রমনীয় নৃত্যে গানে ঘুরে ঘুরে সে জীবনকে মাতৃরূপে করে চলেছে লালনপালন।


এর মধ্যে অভাব, দারিদ্র্য,

প্রতারনা, ভ্রষ্টাচার, ক্ষমতার

যুদ্ধ এসব বেতালা, বেসুরো আবিষ্কার কে

করলো, কিভাবে হলো এদের আবির্ভাব, অচেতনে

কে করলো এদের আলিঙ্গন।

No comments:

Post a Comment