Wednesday, April 19, 2023

প্রতি বিষয়ের বিষ

 


প্রতিযোগিতা, তুলনা

দিয়ে গড়া জীবন,

কখনও মুকুট পরায়,

কখনও গলায় বাঁধে ফাঁস,

হার বা জিত আটকায়

আমার বিকাশ, অদৃশ্য সর্পের

মত দড়ি আমার মনের

ডানা-গুলিকে অকেজো

করে দেয়, অবুঝের মত

হয় আমার সার্বিক বিন্যাস!


এর থেকে মুক্তির পথ খুঁজে

নিয়ে এক কোণায় বসে

আমি আমার কবিতা লিখি,

শুকনো, অসাড় অক্ষরগুলো ঝুলে থাকে

পাতায় পাতায়।

ওদের কেন বন্দি করলাম,

কেন বন্ধ করলাম, কোন

প্রতিযোগিতা আর তুলনা-র

অভিপ্রায়? 


প্রত্যেক বিষয়ে ঢুকে পড়া এই দুই বিষ যেন

অমৃত পান করে হয়েছে অমর। 


এদের মারতে হবে, এদের সমূলে বিনাশ করতে হবে। 

চারিদিকে আলো-রূপি

আঁধার, মুখোশ পরে বসে

আছে অচেতন সংসার।

No comments:

Post a Comment