Thursday, April 22, 2021

কিছু কবিতা

কিছু কবিতা আছে
ভয়ংকর তেতো
প্রথম পাতে পড়া
নিমপাতার মত।  

খেতে কড়া হলেও
উপকারী তারা
ভিন্ন স্বাদে ভরা। 

চোখ কান মন হয় 
উন্মুক্ত, নিরাময়।    

an incurable malady

a disease...
traveled beyond
its borders, affected
the entire village, now
an incurable malady;
the first-world snobbery

une maladie a voyagé
au-delà de ses frontières,
affecté tout le village,
en ce moment,
un désordre inguérissable;
le snobisme du premier monde

একটি রোগ ...
নিজের রাজ্য অতিক্রম
করে ছড়িয়ে পড়েছে
সমগ্র গ্রামে
এখন এক দুরারোগ্য ব্যাধি;
প্রথম বিশ্বের উন্নাসিকতা 



শংখধ্বনি








তুমি চলে গেলে, তোমার লেখা,
বেদনা, ভালবাসার ভান্ডার,
তোমার 'হাতে হাত রেখে,
বেঁধে বেঁধে' থাকার আকুতি,
তোমার লেখনীতে ধরা পড়া
পাঁজরে দাঁড়ের শব্দধ্বনি
বিফলে যাবে না দেখো
হে চিত্তপ্রিয়, হে চূড়ামণি ।


জানি তোমারি রচিত
সুন্দর পৃথিবীর বুকে,
তোমার অপূর্ব বাণী,
তোমার বইয়ের ঘর,
যেখানে ধরা আছে
সময়ের জলছবি, বিছিয়ে
আছে তোমার জীবনের
সামান্য অসামান্য পাতা
শুকিয়ে যাবে না দেখো,
হে কাব্য শিরোমণি।


তোমার অসংখ্য ভক্তবৃন্দ,
ছাত্র ছাত্রী, পাঠক, পাঠিকা,
বাঁচিয়ে রাখবে তোমায়, তোমার
শব্দ আর সত্যের হাতছানি
ডাকবে তাদের, কবির মর্ম
বিমুগ্ধ করবে তাদের প্রতি পলে,
তাদেরই মুখে মুখে বাজবে 

যুগযুগ ধরে পবিত্র শংখধ্বনি। 


Wednesday, April 21, 2021

অনন্ত করুণার সুরে

যত শত সহস্র মন
করে চরাচর পৃথিবীর
বুকে, তারা যেন দেব
দেবী হয়ে বিচরণ করে
আমার অন্তরের আকাশে,
শিহরণ করি অনুভব
সমস্ত শরীরে। 

প্রণমি সবারে আমি আজি
এই অনুপম অমূল্য জ্ঞানে,
সশক্ত আমি তাই যেন
প্রতি পলে , প্রতি ক্ষণে
আলোকিত চারিধার, পুলকিত
আধার থেকে আঁধার যায় সরে
অনন্ত করুণার সুরে।  

বনবাস

আমার অন্তরে অফুরন্ত 
সূর্যের বসবাস
তবু চোখ মেলেও
অন্ধ আমি যেন, 
অন্ধকারে নির্বাসন 
চিরন্তন বনবাস 

Taking an examination in silo

I may be a writer
but what's preventing
me from thinking
like an editor, 

I may work as a clerk
but what's stopping
me from thinking
like the CEO,

I may be an Indian
but what's restricting me
to think like a being
of the world

পৃথিবীতে

পৃথিবীর কাছে যাই ধরা আছে
তাই কল্যাণময়

পৃথিবীতে যা কিছু আছে
সবই সহজ, খোলা মেলা

তাও কত রহস্য
কত শত বিস্ময় 

Saturday, April 17, 2021

প্রথম দেখা


কবে তোমার সাথে প্রথম
দেখা হয়েছিল ভাবতে ভাবতে
খেই হারিয়ে ফেলেছিলাম,

বোধহয় কলেজের লাইব্রেরিতে,
তুমি সুপ্রিয়া ভট্টাচার্যের কোন
এক উপন্যাসের মধ্যে ডুবে ছিলে,
আর আমি হয়ত কোন
অছিলায় এসেছিলাম তোমার
খোঁজে, 

বা হয়ত বিশুদার চায়ের দোকানে,
তুমি কালো লেবু চায় চুমুক
দিচ্ছিলে, আর পিঠে নিশ্চিন্তে
লুটাচ্ছিল তোমার ঘন বিনুনি
আমি এসেছিলাম কোন এক অজুহাতে,
হয়ত সেদিন তোমায় প্রথম দেখেছিলাম,

কিংবা তুমি যেদিন তোমার উদাত্ত
গলায় 'এ কি করুণা' গাইছিলে তোমার
বন্ধুদের মাঝে, আমি হঠাৎই এসে
পড়েছিলাম তোমার সামনে করুণাময়ের
কৃপায়, শুনেছিলাম তোমার গান 
মনপ্রাণ দিয়ে, সেদিনই কি তোমায় প্রথম
দেখেছিলাম; 

না, মনে পড়েছে, যেদিন তুমি 
যৌনকর্মীদের সন্তানদের মনোযোগ
দিয়ে দুলে দুলে অ, আ, ক, খ পড়াচ্ছিলে,
আমি সেদিন তোমাকে তোমার কাজের
ফাঁকে প্রথম দেখেছিলাম,

তার আগের যত দেখা সেগুলো
ছিল বাইরে থেকে দেখা, তোমার
সমুদ্রের মত গভীর চোখ, তাতে
হাবুডুবু খেয়ে তলিয়ে গিয়েছিলাম,
তোমার ঘন কালো মেঘের মত চুল,
তাতেই গিয়েছিলাম হারিয়ে, তোমার
সুমধুর কণ্ঠের জাদুতে মন্ত্রমুগদ্ধ
হয়ে গিয়েছিলাম,  

তোমার কর্মকান্ডের মধ্যেই
খুলেছিল আমার চোখ, তোমার
অন্তরের সাথে  সেদিনই হয়েছিল
আমার প্রথম দেখা। 

The royal human being

 











Your thoughts made you who are,
who you will always be, a
kind-hearted prince
a devoted husband
a friendly father
a true servant of the nation,
and to the world, a shining star,
a supreme human being

your demeanor emulated
a princely charm,
a grandiose calm,
a crowning equanimity

I’d like to know the books
you read, those men of letters
that made you a man of word

how impeccably
warm was your heart
how curious your brain
you truly became his
perfect work of art

you need to be studied,
your perception of the world,
your stories, mostly untold,
unknown, I pray they be shared
with the young and the old

I think you are the complete man
that Aristotle dreamt of,
that Tagore wrote about,
your fulfilling requiem
in your sincere and honest path
can nurture, nourish, and inspire
the budding minds of the earth

you will be laid to rest today,
amid deserving accolades,
praiseworthy words, silence,
dear king,
but I grieve for you;
like me, millions of souls
whom you have touched with
your kindness, and with your 
foremost way of living

millions will miss you dearly
as their leader, many will miss
your sharp sense of humor, 
while some as their loyal,
dependable, intelligent, clever,
family member, your life will sing
forever the song of a
royal human being

My deepest and warmest regards to the departed soul, the Duke of Edinburgh. I sincerely want his way of living to be shared with the world. I guess by following him, the world can go a long way to heal itself. A remarkable man. Flawless.

Saturday 17 April 2021

Friday, April 16, 2021

the white-washed name









hey dudes,
no matter what you say,
what you do, your feeling
lies hidden in the words
you choose to use;

you painted the building
white to lay bare your
ruthless supremacy, and yet
you thought you could so simply
white-wash the truth;

is it really that quiet and easy,
the polarised you can hardly hide
behind the talkative democracy;


the colorful flowers,

the poppies and the pansies
also adorn your garden,
they too enrich your heaven
but painting the walls thus
you left them
all at once

permanently out, as those
unfortunate poor cousins

words matter, names matter
because they reveal to the world
what you really think, delve
deep my friends, you'd rather
find the gap, the missing link  


Influenced by Abraham Lincoln