Wednesday, August 12, 2020

আজও বেঁচে আছি

 


আরে, কোথায় আছিস!

যারা ১৯৯০ এ হয়েছে

তাদের বয়সই এখন তিরিশ! 

আমরা ম্যাপের বাইরে চলে গেছি

সব, নেই ঠিকানা, নেই কোনও হদিস

তবুও কিশলয় মন, এখনও উনিশ-বিশ, 

প্রাণে, ধমনীতে, গুনগুন করে অহর্নিশ

শুধু বলে আজও আছি, আজও বেঁচে আছি।


©সুপ্রতীক সেন

Monday, August 10, 2020

মোহের হোম যোগ্য

 

মন জুড়ে হোম যোগ্য করছি, 

মোহ ত্যাগ করব, শপথ নিয়েছি। 

অহংকার, লোভ, ঈর্ষা, ভালবাসা, 

অনর্থ, অবিদ্যা, সঞ্চয়ের নেশা

এসব যে মিথ্যা মোহ জানতাম তা

দুঃখও যে মোহ, জানা ছিল না। 

সব কিছু অচিরেই হোলো ওম স্বাহা

নাছোড়বান্দা দুঃখ্য দেখি যেতে চায়না, 

এমন সময় কানে এল খঞ্জনির ধ্বনি

খোল বাজে, অনর্গল হরিবল শুনি,

দুঃখ কষ্ট যত ছিল সবই যে পালালো

হরিনামে মোহ হোম সম্পূর্ণ হলো।


© সুপ্রতীক সেন

অভয় আশ্বাস

 


হয় বিশ্বাস, নয়তো ভয়

কার হবে পরাজয়? 

অবিদ্যারে দিলাম বিসর্জন

হলো ভয় খানখান, 

বিশ্বাস দিল দর্শন

হালকা করে মনপ্রাণ।


©সুপ্রতীক সেন

Sunday, August 9, 2020

Birth and death

My childhood days are dead. 

But the child resides

In my heart, in my head. 

***

Birth and death, playing 

A hide and seek game;

Both, invariably chasing

Each other, much the same.


©Supratik Sen

Friday, August 7, 2020

Nothing happens


I fall and rise 

again and again, 

lies sprinkle from your 

fainted mouths, 

fountain of words;

nothing happens, 

movement so rigid, 

determined, deceptive -

white chrysanthemums. 


When I touch, I sense

a flowing tremor;

they pretend to possess

the brightness of flowers, 

the comfort of dancing waters. 


I breathe in to catch

upon the fragrance, 

I bathe under it to drench

in the comforting drops,

I suffocate, I dry, 

nothing happens. 


I'm waiting here for years, 

light falls in vain

on false images, 

nothing happens, 

melodious letters remain;

I find myself in unsung, 

unnoticed, unseen tears.

Monday, July 27, 2020

This too shall pass

If you are passing through
difficult times; no job,
no business, no wherewithal,
no engagements,
no parties, no friends;
if you're in isolation
stay-put, hey dudes,
know this exile is just
a passing phase; in time,
everything will fall in place;
nature is taking a test
where all of us are in a class
of 2020, which is teaching us
empowerment, with humility;
however unpleasant
might be our present,
however difficult might be the virus,
have faith that this too shall pass.

Wednesday, July 15, 2020

পরিনতি

তোমার স্পর্শ, তোমার চুম্বন
তোমার দর্শন, তোমার আলিঙ্গন;
এ ছাড়া ব্যর্থ আমার জীবন, 
তোমার রসের প্রাঙ্গণে
নিজেকে করি সম্পূর্ণ সমর্পণ। 

চিত্ত হোক শান্ত, 
পবিত্র হোক দেহ,
আত্মা পাক তোমার
দুর্নিবার জ্যোতি, তোমার 
অফুরন্ত আলোর স্নেহ।

মন উদভ্রান্ত, বুদ্ধি অন্ধ,
এ মোহ মায়া বন্ধন
তোমার জ্ঞানের সাগরে
দিই চিরতরে বিসর্জন। 

বিদ্যা বাধা, অর্থ অনর্থ, 
এ মিথ্যা অহংকার
এ ভয়াবহ বিষ দংশন
কাটাও হে ঈশ্বর
হে মানব কুলপতি।

বুদ্ধি হোক স্হির, 
আসুক সুমতি, 
প্রাণে পূর্ণ প্রেম, 
হৃদয়ে পরিনতি।

Tuesday, July 14, 2020

Innocent

A child. 
Shooting a friend
With a revolver;
A smile lit up the innocent face, 
'My friend is dead', he said, 
With a sense of  innocuous achievement! 

More guns started selling
Encouraged by delinquents, 
Countless candles started melting, 
Media had eyeballs rising, 
Thanks to the incident. 

Whose fault is it? 
World framed with weapons, 
A designed deadly habit? 

An octogenarian understood the plan, 
Said, 'the child is the father of the man'.

©Supratik Sen

Surrender



I take my seat
At his feet, 
It's no defeat;
To submit, 
Is no mean feat.

©Supratik Sen

Saturday, July 11, 2020

তোমার সুমতি হোক



উঠতে গিয়ে নিজেকে
নীচে নামিও না, যাদের 
ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছো
সেই জনসমূদ্রের ঢেউয়ের 
ঝাপটায় গুঁড়িয়ে যাবে 
ওহে পথভ্রষ্ট দাম্ভিক! 
উৎকৃষ্ট, উত্তম হতে গিয়ে
নিজেকে প্লাস্টিক, 
নিকৃষ্ট, অধম করে ফেলো না,
ধনের গরিমা দেখ তোমায় 
ভিক্ষুক না করে ফেলে, 
তোমার সাধের সাজানো 
বাগানে ঝড়ের হাওয়া এসে 
ধূলিসাৎ করে দেবে তোমায় 
এক ঝাপটায়, এক নিমেষে। 

তাই দেখেশুনে চারিদিক
সাবধানে পা ফেলো, ওহে পথিক
কর্ম শুধু তোমার কর্ম দেখে, 
দেখে না তোমার তুচ্ছ সম্পত্তি, 
তোমার লোভী বিদ্যা, 
তোমার গগনচুম্বী প্রতিপত্তি, 
ওহে উন্নাসিক লোক
তুমি ভালো থেকো, 
তোমার সুমতি হোক।

©সুপ্রতীক সেন