আরে, কোথায় আছিস!
যারা ১৯৯০ এ হয়েছে
তাদের বয়সই এখন তিরিশ!
আমরা ম্যাপের বাইরে চলে গেছি
সব, নেই ঠিকানা, নেই কোনও হদিস
তবুও কিশলয় মন, এখনও উনিশ-বিশ,
প্রাণে, ধমনীতে, গুনগুন করে অহর্নিশ
শুধু বলে আজও আছি, আজও বেঁচে আছি।
©সুপ্রতীক সেন
A space where eco-socio-political views are shared with love, compassion. Peace, above everything else.
আরে, কোথায় আছিস!
যারা ১৯৯০ এ হয়েছে
তাদের বয়সই এখন তিরিশ!
আমরা ম্যাপের বাইরে চলে গেছি
সব, নেই ঠিকানা, নেই কোনও হদিস
তবুও কিশলয় মন, এখনও উনিশ-বিশ,
প্রাণে, ধমনীতে, গুনগুন করে অহর্নিশ
শুধু বলে আজও আছি, আজও বেঁচে আছি।
©সুপ্রতীক সেন
মন জুড়ে হোম যোগ্য করছি,
মোহ ত্যাগ করব, শপথ নিয়েছি।
অহংকার, লোভ, ঈর্ষা, ভালবাসা,
অনর্থ, অবিদ্যা, সঞ্চয়ের নেশা
এসব যে মিথ্যা মোহ জানতাম তা
দুঃখও যে মোহ, জানা ছিল না।
সব কিছু অচিরেই হোলো ওম স্বাহা
নাছোড়বান্দা দুঃখ্য দেখি যেতে চায়না,
এমন সময় কানে এল খঞ্জনির ধ্বনি
খোল বাজে, অনর্গল হরিবল শুনি,
দুঃখ কষ্ট যত ছিল সবই যে পালালো
হরিনামে মোহ হোম সম্পূর্ণ হলো।
© সুপ্রতীক সেন
হয় বিশ্বাস, নয়তো ভয়
কার হবে পরাজয়?
অবিদ্যারে দিলাম বিসর্জন
হলো ভয় খানখান,
বিশ্বাস দিল দর্শন
হালকা করে মনপ্রাণ।
©সুপ্রতীক সেন
My childhood days are dead.
But the child resides
In my heart, in my head.
***
Birth and death, playing
A hide and seek game;
Both, invariably chasing
Each other, much the same.
©Supratik Sen
I fall and rise
again and again,
lies sprinkle from your
fainted mouths,
fountain of words;
nothing happens,
movement so rigid,
determined, deceptive -
white chrysanthemums.
When I touch, I sense
a flowing tremor;
they pretend to possess
the brightness of flowers,
the comfort of dancing waters.
I breathe in to catch
upon the fragrance,
I bathe under it to drench
in the comforting drops,
I suffocate, I dry,
nothing happens.
I'm waiting here for years,
light falls in vain
on false images,
nothing happens,
melodious letters remain;
I find myself in unsung,
unnoticed, unseen tears.