Wednesday, July 15, 2020

পরিনতি

তোমার স্পর্শ, তোমার চুম্বন
তোমার দর্শন, তোমার আলিঙ্গন;
এ ছাড়া ব্যর্থ আমার জীবন, 
তোমার রসের প্রাঙ্গণে
নিজেকে করি সম্পূর্ণ সমর্পণ। 

চিত্ত হোক শান্ত, 
পবিত্র হোক দেহ,
আত্মা পাক তোমার
দুর্নিবার জ্যোতি, তোমার 
অফুরন্ত আলোর স্নেহ।

মন উদভ্রান্ত, বুদ্ধি অন্ধ,
এ মোহ মায়া বন্ধন
তোমার জ্ঞানের সাগরে
দিই চিরতরে বিসর্জন। 

বিদ্যা বাধা, অর্থ অনর্থ, 
এ মিথ্যা অহংকার
এ ভয়াবহ বিষ দংশন
কাটাও হে ঈশ্বর
হে মানব কুলপতি।

বুদ্ধি হোক স্হির, 
আসুক সুমতি, 
প্রাণে পূর্ণ প্রেম, 
হৃদয়ে পরিনতি।

No comments:

Post a Comment