Saturday, July 11, 2020

তোমার সুমতি হোক



উঠতে গিয়ে নিজেকে
নীচে নামিও না, যাদের 
ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছো
সেই জনসমূদ্রের ঢেউয়ের 
ঝাপটায় গুঁড়িয়ে যাবে 
ওহে পথভ্রষ্ট দাম্ভিক! 
উৎকৃষ্ট, উত্তম হতে গিয়ে
নিজেকে প্লাস্টিক, 
নিকৃষ্ট, অধম করে ফেলো না,
ধনের গরিমা দেখ তোমায় 
ভিক্ষুক না করে ফেলে, 
তোমার সাধের সাজানো 
বাগানে ঝড়ের হাওয়া এসে 
ধূলিসাৎ করে দেবে তোমায় 
এক ঝাপটায়, এক নিমেষে। 

তাই দেখেশুনে চারিদিক
সাবধানে পা ফেলো, ওহে পথিক
কর্ম শুধু তোমার কর্ম দেখে, 
দেখে না তোমার তুচ্ছ সম্পত্তি, 
তোমার লোভী বিদ্যা, 
তোমার গগনচুম্বী প্রতিপত্তি, 
ওহে উন্নাসিক লোক
তুমি ভালো থেকো, 
তোমার সুমতি হোক।

©সুপ্রতীক সেন

No comments:

Post a Comment