না, আমি আর তোমার
নিন্দা করব না।
তোমার মধ্যে যা কিছু সুন্দর,
যা কিছু নন্দন,
সেই অনিন্দ্যের খোঁজে
থাকবো আমি চিরজীবন।
আমার কোন ইন্দ্রিয় তোমার
দোষ আর দেখবে না।
দেখতে পারবেনা,
শুনতে পারবে না,
বুঝতে পারবে না,
ছুঁতে পারবে না,
অনুভব করতে পারবে না,
আর স্বাদ্ পাবে না।
আমি জানি আমি
ঠিক খুঁজে পাব তোমার
মধ্যে অগণিত গুণ।
না, আমি আর পথভ্রষ্ট হবো না।
তাঁকে সঁপে দেওয়া আমার
দেহ মন প্রাণ অহংকার
মজবুত হবে প্রতিদিন।
প্রতিদিন আমি তোমার
প্রশংসায় হব পঞ্চমুখ।
এতদিন ধরে শুধু নিন্দা করে
গেছি, কখনো মানুষের কখনো
জীবনের কখনো বা পরিস্থিতির,
শুধু মিথ্যা গহ্বরে নেমেছি আর
নেমেছি,
শান্তি পায়নি সুখ পায়নি
এক মুহূর্তের জন্য।
হে পরম সত্য তোমার থেকে
গেছি সরে থেকে থেকে ।
আজ এই মাহেন্দ্রক্ষণ থেকে তাই
প্রশংসার পথেই চলবে আমার রথ।
মানবজাতির, সমস্ত প্রাণীর
স্তুতি করতে করতে আমি ঠিক
এগিয়ে যাব তোমার কাছে।
Onoboddo lekha
ReplyDeleteOnoboddo lekha. Asole ek raash kslo dhuan arr bhirer majhe valo tai hariye geche. Goon tumi kothtaai?
Deleteঅশেষ ধন্যবাদ।
Delete