সারাদিন ধরে চলে ঝগড়া মারামারি,
রেষারেষি এঁকেবেঁকে
পৃথিবীর বুকে।
কিন্তু পৃথিবী চলে ধীরে, সুস্থ্যে
নিজের গতিতে ভেসে
সোজাসুজি আনন্দে, ভালবেসে।
হে পাহাড়, পর্বত, হে নদী-নালা,
হে সমুদ্র, মহাসাগর
কিসের জন্য বয়ে চলে অনর্গল
মানুষের সাথে মানুষের
এতো গরল বিদ্বেষ?
কাটাকুটি মুছে দিয়ে যদি দেখি
তোমাকে পৃথিবী,
ঠান্ডা, গরম, দিনে, রাতে
সে তো একই বাসস্থান,
খুঁজে পাই বারবার একই দেশ!
মাথার উপরে একই আকাশ,
জমিতে একই মাটি,
বয়ে চলে অবিরল একই
হাওয়া, বাতাস।
এগোতে গিয়ে পিছিয়ে যাচ্ছি
বড়, যা কিছু মিথ্যা যা কিছু
জড়ো, ছুঁড়ে ফেলে দিয়ে সব
সত্যকে জড়িয়ে ধরো।
হে পৃথিবী তোমার এ নিঃশব্দ বাণী,
এই নিঃস্বার্থ কর্মযোগ
কবে শিখবে মানুষ, কবে সারবে
বলো আমাদের বৈষম্যের ব্যাধি,
অচেতন হিংসার রোগ।
No comments:
Post a Comment