নিখুঁত বলতে কিছুই নেই
নিখুঁত স্ত্রী, নিখুঁত বর
নিখুঁত বাড়ি, নিখুঁত ঘর
খুঁত আছে ভাই সবেতেই।
একটা দোষ ঢাকলে পরে
আরেকটাতে মারে উঁকি
খুঁতখুঁতে সব ছিদ্রগুলি
ফাঁকফোকরে বেরিয়ে পড়ে।
জীবন জিনিস মানুষ সবই
ভালোমন্দ মিশিয়ে
মন্দ গুলো বাদ দিলে যে
ভালোও যাবে হারিয়ে।
থাকুক না তাই ঝগড়াঝাঁটি
রাগারাগি, অভিমান
একটু কথা কাটাকাটি
সংসারেরই অভিযান।
মনপ্রাণ আর দিও না গো
নিখুঁত খোঁজার স্বপ্নেতে
ভালোমন্দের যজ্ঞে জাগো
মায়াবি এই ভবেতে।
More than expectation
ReplyDeleteThank you!
Delete