পাকিস্তান এবং বাংলাদেশ
বিশ্বের সবাই তোমাদের নিয়ে লজ্জিত
কিন্তু তোমরা মনে করো তোমাদের
আল্লাহ তোমাদের নিয়ে গর্বিত ?
তোমরা বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছো
একটি ভিক্ষার ঝুলি নিয়ে
এবং চিৎকার করছো,
"আমরা সন্ত্রাসী!
তোমরা কি দেখছো না? আমাদের ভয় পাও,
আমরা শিয়া, সুন্নি! দয়া করে আমাদের
থেকে ভয় পাও! আমাদের ধর্ম তোমাদের
গির্জা, মন্দির, সিনাগগ এবং সমস্ত উপাসনালয়
ধ্বংস করবে, মনে কোরো না যেন আমরা সুফি
আমরা ভয়ঙ্কর শিয়া এবং সুন্নি!"
তোমাদের কুৎসিত হত্যাযজ্ঞের পরেও,
বিশ্বকে বিশৃঙ্খল করার চেষ্টা সত্ত্বেও,
তোমাদের কদর্য পবিত্র যুদ্ধের পরেও,
আমাদেরকে ভয় দেখাতে পারো না; তোমাদের প্রকৃতি
সাহায্যের জন্য চিৎকার করছে; তোমাদের আল্লাহ
তোমাদের আর্তনাদ শুনবে না, তোমাদের সাহায্য
করবে না, তোমরা তাঁর নাম কলঙ্কিত করেছো
তোমাদের অন্ধ অহংকারের সাথে, তোমাদের মূর্খ্য
স্বার্থপরতায় তোমরা বিশ্বের সামনে দেখিয়েছো প্রতিদিন
যে সব মুসলিম সন্ত্রাসী না হলেও, সব সন্ত্রাসী মুসলিম।
No comments:
Post a Comment