তুমি থমকে আছ নিজের গণ্ডিতে,
একাকী নও, তবুও একক মনে।
দুর্বল হয়ে পাতা উল্টাও,
ভীত, তাই সেতু পোড়াও না।
শব্দ—শূন্য শব্দ—
তোমার ভঙ্গুর, ভীতু সত্তা
পৃথিবীকে ধ্বংস করে।
ভিন্ন এক গল্প লিখতে অক্ষম,
স্বয়ংক্রিয়, একরূপি গণ্ডার
অন্তহীন পুনরাবৃত্তি,
তোমার বহুরূপী সত্তাকে আড়াল করে।
অজ্ঞতার আগুন
উষ্ণতার তাপ পায় না,
গলতে পারে না জ্বলন্ত আলো
অবিরাম প্রবাহে।
তোমার চিৎকার, তোমার
নোংরা খেলা সত্ত্বেও
একটি মনও একত্রিত হয় না।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
তুমি যতই পবিত্র ধ্বনি শোনাও
না কেন, তোমার কান্না হয়ে ওঠে অশুভ,
অন্যায়ের সঙ্কেত, শুধু মতভেদ।
তুমি মাটিকে আঘাত করছ
সবসময়,
পৃথিবী, আকাশের শত্রু,
চারপাশে ক্ষত ছড়াও।
তোমার পথ তুমি হারিয়েছ,
বিষিয়ে দিয়েছ কোলাহলে,
বিষোদ্গারে, চিরতরে হারিয়ে গেছ,
পৌঁছানো হবে না কোনোদিনও
তোমাদের ভয়াবহ গন্তব্যে
এসো, ফিরে এসো—
যদি ইচ্ছা থাকে—
এখনো সময় আছে,
কারণ শীঘ্রই তোমার গুরুরা
পুনরায় মঞ্চে উঠবে,
তোমার হাত থেকে
পবিত্র বই ছিনিয়ে নেবে,
উন্মত্ত ক্রোধে
তাদের হাহাকারে ধ্বনিত হবে,
"তুমি পংক্তিগুলিকে রক্তাক্ত করেছ,
গুরুতর আঘাত করেছ তোমার
স্রষ্টার সৃষ্টিকে শত্রু মনে কর তুমি
পথভ্রষ্ট হয়েছ।
তোমার কাজ লঙ্ঘন করেছে,
তোমার অপবিত্র উদ্দেশ্য।
অতএব পবিত্র যা কিছু আছে,
তার যোগ্য তুমি নও।"
No comments:
Post a Comment