Tuesday, August 10, 2021

মিনি আর হুলো










এপারে আমি মিনি, ওপারে হুলো তুমি 

মাঝে দুধ-টা বহে যে  !!!


নিজের দুধ-টুকু খাওয়া হয়ে গেছে, তা 

সত্ত্বেও পাহারা দিচ্ছে মিনি-টা, আর 

গেট-এর বাইরে ফ্যালফ্যাল করে হুলো-টা  

কেমন তাকিয়ে আছে দেখ, আহা 

ঠিক যেন ভেজা বেড়াল-টা।  

No comments:

Post a Comment