জানি তুমি খুব দুঃখী
কিন্তু ওটা নিয়ে ব্যাবসা
করো না।
রবি ঠাকুর দুঃখ পেয়ে
দুঃখ ঘুচাতে বলেছিলেন,
দুঃখে নেশাগ্রস্ত থাকতে
বলেন নি।
নিজের দুঃখজনক পরিস্থিতি-র
থেকে বড় হোক তোমার স্থিতি,
অপমান, লাঞ্ছনা, প্রতারণা,
প্রিয়জন তথা সন্তান-এর
অকাল মৃত্যু বড় ভয়াবহ,
কিন্তু এই দুঃখ-কে আঁকড়ে
রেখে তার মাদকতায় মেতে
থেকো না।
মৃত বা জীবিত, অহেতুক কোন
মানুষের
শরণাপন্ন হয়ে বাঁচতে চেও না।
ঠাকুর-এ মনোযোগ দাও,
দিনরাত, রাতদিন-এর সাথী
একমাত্র সে,
একাধারে তিনি সর্বশ্রেষ্ঠ
চিকিৎসক, সদাহাস্য গুরু
আবার অন্যদিকে সে
প্রেমিক, সবসময়-এর বন্ধু,
তোমার সব প্রশ্নের উত্তর
দেবার জন্য সে বসে আছে।
তার কাছে যাও, তারেই শুধাও
যা আছে জিজ্ঞাস্য, দ্বন্দ্ব,
অবিশ্বাসের মহাসাগর-এর
ওপার-এ
সে মাঝি-ই তোমায় করবে
পারাপার।
সেই অমৃত পান করবার যাত্রা,
সে যে এক পুণ্য অভিসার।
দুঃখ দায় ভীষণ দায়
দুঃখ পেয়ে বাণিজ্য নয়
দুঃখ ঘুচাবার
কর প্রতিকার।
No comments:
Post a Comment