সবাই ওরা জিতুক হরি
আমিই যেন হারি, যাতে
তোমার বিশাল হৃদয়ে আমি
হারিয়ে যেতে পারি।
যারা ধনের ঘোরে ঘুরে মরে
তোমার ভাবনা ছেড়ে,
দেখি গাড়ি, বাড়ি, টাকা, কড়ি,
পেয়েও তারা আটকে থাকে
হাহাকার আর লোভের বেড়াজালে,
কেউ বা দেখি আর্তনাদ আর
কান্নাকাটি করে, কেউ বা আবার
অহংকারের অন্ধকারে ফেঁসে,
এক্কেবারে দিগ্ভ্রান্ত, হরিভ্রষ্ট পুরো
তাই তো বলি দু হাত তুলে,
তুমিই আমার আসল হিরে,
হরি, তুমিই আমার হিরো।
সংসারের ঐ যাঁতাকলে
সবাই চরকি কাটি,
হরির স্নেহ না পেলে যে
সকল ধনই মটি।
যদি কর্মে-মুখে-মনে
তোমার, শুধুই থাকে হরি,
তবে সদানন্দে নাচে গানে
ভাসবে জীবন তরী।
এই ভাসাতেই আসল বিজয়,
বাকি ভাষায় হিংসা ও ভয়,
বোঝাই আছে ঘোর অন্যায়,
কেবল হরি পেলেই সব সংশয়
মিটবে তোমার এক নিমেষে,
তাই এস সবাই মিলে মিশে
জেতাহারার চিন্তা ভুলে,
হরিধ্বনি দিই সকলে।
No comments:
Post a Comment