মনে পড়ে ছোটবেলার
হুড়মাটিচুড়, বন্ধুদেরিই
সাথে রোদ বৃষ্টি ঝড়ে,
পড়ার ফাঁকে কতরকম
আনন্দ আর সকাল বিকেল
নিত্যনতুন খেলা,
বড় হয়ে ধীরে ধীরে, বিষন্ন
এক হাওয়ার মাঝে হাঁপিয়ে
ওঠে মন, আনন্দ দেয় ফাঁকি,
পায়ে পায়ে চুপিসারে আসে
একা হওয়ার পালা।
ভালোই হয়েছে তবে পদ্যটি কিন্চিৎ দীর্ঘায়িত হলে আরো ভালো হত।
অশেষ ধন্যবাদ। আপনার মন্তব্য মাথায় থাকল, পরবর্তী পদ্যের জন্য। পাঠক হিসেবে আপনার আনুকূল্য একান্ত কাম্য। ভালো থাকবেন।
ভালোই হয়েছে তবে পদ্যটি কিন্চিৎ দীর্ঘায়িত হলে আরো ভালো হত।
ReplyDeleteঅশেষ ধন্যবাদ। আপনার মন্তব্য মাথায় থাকল, পরবর্তী পদ্যের জন্য। পাঠক হিসেবে আপনার আনুকূল্য একান্ত কাম্য। ভালো থাকবেন।
Delete