Wednesday, March 24, 2021

হারানো সেই গানগুলি

মনে আছে? ঐ একমুখ 

দাড়ি, মাথায় একরাশ চুল

নিয়ে নন্দনের চারিধারে

পায়চারি করতে করতে

উন্মাদের মত উদাত্ত গলায়

রবীন্দ্রসংগীত গাওয়া লোকটিকে? 

কিম্বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

সামনে তাতাপোড়া রোদ্দুরে

'পিও ওয়র জিও, জিও ওয়র পিও'

বলে বিক্রি করা ঐ সহাস্য আর 

বলিষ্ঠ ডাবওয়ালাকে? আরও 

ছোটবেলায় দুপুরে পাড়ায় পাড়ায়

চীৎকার করে 'ঢা কা ই ক্ষীর' 

বলা ঐ ফেরিওয়ালাটিকে? 

গরমের সন্ধ্যায় 'লায়েগা, বোলেগা' 

বলে শ্বেতবসনা ঐ সুস্বাদু

মশলা কচুভাজা ওয়ালাটিকে? 

এঁরা সবাই গায়ক, শহরের শোভা, 

এঁদের সুরেই ঘুমিয়ে আছে এক 

নিশ্চিন্ত কলিকাতা। 

আমার চোখদুটো অমলের মত 

খুঁজে বেড়ায় এঁদের। 

দেখতে পায়, চোখ বুজে, কান 

পেতে শুনলে। 

2 comments:

  1. কালের অমোঘ নিয়মে আরো অনেক কিছুর মতো হারিয়ে গিয়েছে হাঁক পেড়ে যাওয়া সেই সব ফিরিওয়ালার দল। তেমনি আবার নব্য ফেরিওয়ালার উদয় হয়েছে যারা দ্বিচক্রযানে আমাদের দোরে হাজির হচ্ছে পণ্যের পশরা নিয়ে।

    ReplyDelete
    Replies
    1. একদম সঠিক বলেছেন। অনেক ফেরিওয়ালাদের সুরের কিছুমাত্র অংশ তুলে ধরার চেষ্টা করেছি। আজকের নব্য ফেরিওয়ালাদের নিয়ে আগামী প্রজন্ম নিশ্চয়ই লিখবে আশা রাখি।
      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete