Wednesday, December 16, 2020

কৃষ্ণের মতে কৃষ্ণের মত


কৃষ্ণের মতে চল, কৃষ্ণের কথা বল
কৃষ্ণের মত কাঁদ, কৃষ্ণের মত নাচ
কৃষ্ণের মত ভাব, কৃষ্ণের ভাবে ভাস
কৃষ্ণের হাসি হাস, কৃষ্ণকে ভালবেসে 
তারই মত ভালবাস।

যদি বল
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে,
তবে যত দুঃখ যত কষ্ট
সবই যাবে দূরে সরে,
আনন্দে মন উঠবে ভরে।

আবার জাদু কেমন আছে দেখো
কৃষ্ণ রামের মন্তরে 
যদি বল হ রে কৃষ্ণ হ রে রাম 
একটু খানি ছেড়ে ছেড়ে
তবে যা চাও তা হবেই হবে  
সকল কাজই তোমার ভবে 
দেখ কেমন সফল হবে
বাহিরে আর অন্তরে।

তাই বল
হরি বোল হরি বোল 
আস্তে আস্তে জোরে জোরে 
এই নামেরই বলে সবাই
শুদ্ধ হব হেসে খেলে,
তাই সবাই বল  তালি দিয়ে
হরি বোল হরি বোল
    হরি বোল হরি বোল।   

No comments:

Post a Comment