Tuesday, December 1, 2020

মায়ের কবিতা












এই ত সেদিন হলি, 
আমার কোল আলো 
করে, কখন তুই এত্তো 
বড় হয়ে গেলি রে 
মানিক? যে আজ তোর
বিয়ে হচ্ছে! 

ভালো থাকিস, সুখে থাকিস
বাবু আমার। 

তুইও তোর জীবন দিয়ে
আমারই মত অবাক হয়ে
একদিন এই একই কবিতা লিখিস।

ভালো থাকিস সোনা আমার
সুখে শান্তিতে থাকিস। 

No comments:

Post a Comment