Wednesday, December 9, 2020

পরিযায়ী পাখি






ভিটে ছাড়া পরিযায়ী পাখি

একসাথে উড়ে চলেছে,

অজানা অচেনা ঠিকানায়,

কোনখানে থামবে যাত্রা

কখন কোন রাত্রির আশায়,

অন্তহীন নীল আকাশের

তলায়, কোন এক বৃক্ষের

ডালে, তারাও বাঁধবে সংসার,

ক্লান্ত ডানাগুলি পাবে বিশ্রাম 

ক্ষনিকের তরে পরিবার, আশ্রয়।

No comments:

Post a Comment