Wednesday, September 17, 2025

চেনা গল্প চেনা কথা

এক পথিক
হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে
গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল,
হঠাৎ এক লাল রঙের জন্তু
হামাগুড়ি দিয়ে তার কাছে
এসে বসে। চলে যায় সে বসে 
ক্ষণিক
টকটকে লাল। সারাগাছে
শুধু ওই হামাগুড়ি দিয়ে ঘুরে
বেড়াচ্ছে। এই দেখে চলে যায়
সে উত্তরের দিক।

অন্য এক পথিক এসে বিশ্রাম
নিতে গিয়ে দেখে সোনালী
রঙের এক অদ্ভুত জন্তু দাপিয়ে
বেড়াচ্ছে একটি গাছে। দেখে চলে
যায় সেও এদিক ওদিক । 

অন্য দুইজন এসে তাকে দেখে 
কুচকুচে কালো আর ঘন
সবুজ, তারাও দেখেছে সঠিক।

দিনান্তে তারা ফিরে আসে গ্রামে,
কি রঙের জন্তু দেখেছে তারা
এই নিয়ে লাগে বিতর্ক, চলে
বাকবিতন্ডা। অবশেষে মুচকি হেসে
বলে এক বৃদ্ধ তাদের গিরগিটির কথা,
সে তো তাকে দেখেছে অহর্নিশ।
তাই সে সকলকে বলে যে তাদের
কলহ কতটা নিরর্থক, অমূলক,
অর্থহীন।

কখনো হাতি কেমন তাই নিয়ে ঝগড়া
কতগুলি
অন্ধদের মধ্যে, কখন বচসা
নিরাকার, সাকার নিয়ে। অথচ একই জন্তু
একই বস্তু তারা, জ্বলজ্বল করছে আমাদের
চোখের সামনে, চোখ আমাদের হয় অন্ধ ,
নয়তো বন্ধ থাকে, চলে এই খেলা পথিকেরই
মত দিনরাত, রাতদিন ।
 

No comments:

Post a Comment