Monday, September 1, 2025

অবারিত দ্বার

তোমার বাড়ির খাবার
দাবার আমার খুব চেনা,
সেই থালা-বাটি-গেলাস
সেই হাতা, পাত পেরে সাজানো 
সেই পদ থরে থর,
সেই সব কিছু।

তোমার ফেসবুকের পাতায়
দেখি অপলক দৃষ্টিতে,
গন্ধ পাই, ছুঁয়ে আসি,
চুপিসারে, টিপেটিপে
অনুভূতির পায়ে হেঁটে।

তোমার বাড়ির দরজা আমার
জন্য বন্ধ।
কিন্তু আমি দুচোখ নিয়ে ঘুরে
আসি তোমার আঙিনায়,
তোমার টেবিলে, অবারিত দ্বার

No comments:

Post a Comment