Wednesday, March 19, 2025

স্বার্থক জীবন

ছাড় ছাড়, সব ছেড়ে ধরো
তাকে, সংসারের যত
টান, সম্মান, অপমান
আত্মীয়, পরিজন
তোমারই দেহের মতো
পরিযায়ী পাখি সব
আজ করে কলরব
কাল যাবে উড়ে
নতুবা হবে শব

আজ আছে সময়,
আছে উৎসব, আছে এই স্থান
এই ক্ষণ, তাদেরিই ধরো চেপে
থাক সর্বদা এখন. এখানে
সেই অনাথের নাথ, নাস্তিকের
আস্থা, আস্তিকের ভগবান

ধরা দিতে বসে আছে সে
তোমারই আসেপাশে
যুগযুগ ধরে।
ছাড় যত মিথ্যা মলীন বস্ত্র
তাকে পাওয়াই কর তোমার
একমাত্র মন্ত্র।

যা শাশ্বত, যা চিরন্তন
তাকে আঁকড়ে ধরো
তোমার খোলা আকাশের নিচে
তোমারি জমির উপর
স্বার্থক হোক তোমার জীবন

No comments:

Post a Comment