পরিবর্তনের পালা
আর বেশি সময় নেই
বোধহয় আমাদের হাতে
ঝগড়া আড়ির ঝামেলা তাই
মিটিয়ে চল চলি একসাথে।
বিদ্বেষের বিষাক্ত হলাহল
পান করা নিদারুণ যন্ত্রনা
মন হোক সতেজ, সরল
ছুঁড়ে ফেলো ঘৃণার আবর্জনা।
ক্ষমার অক্ষমতা সে যে লজ্জা ভীষণ
এ গ্লানি নিজেকেই গ্রাসে সর্বক্ষণ
আর যে সময় বেশি নেই এখন,
সব শত্রুতার পরিনাম হোক
কল্যাণময় মিত্রতা
পৃথিবী ধ্বংস হবার আগে এসো
শেষ করি কলহ দ্বন্দ্বের দীনতা।
No comments:
Post a Comment