আমি খুবিই খামখেয়ালি
ইচ্ছে মতন ঘুরিফিরি
চেনা অচেনা গলি,
নিজের সাথে কথা বলি
বেসুরে গান গেয়েও ফেলি,
বাগানে সবুজ পাতা গুলি,
দেখেই যে দিই হাততালি।
খিদে পেলেই খাই আমি
সময় ধরে নয়,
আমার কাছে দামি নিজের
খেয়াল, খুশি, নিশ্চয় ।
গাড়িবাড়ি, গয়নাগাটি
ডিগ্রী ঢাকা নোটে,
ভেবাচেকা খাইনা আমি,
ধারধারিনা মোটে।
যে জন কারুর চোখেরই জল
মুছিয়ে দেয় আশ্বাসে
কিংবা কারুর দুঃখের সময়
থাকতে পারে পাশে,
শুধুই যারা ভালবাসে
না করে সংশয়
বিচারের হুঙ্কারে
নেই বিন্দুমাত্র ভয়,
আছে যাদের সূর্য সমান
জ্বলজ্বলে হৃদয়
আমার কাছে তারাই যে দেয়
অমূল্য মনের পরিচয়।
খামখেয়ালি হয়েই আছি
মহা আনন্দে,
কান্না হাঁসির মাঝেই বাঁচি
নিজেরই ছন্দে।
ইচ্ছে মতন ঘুরিফিরি
চেনা অচেনা গলি,
নিজের সাথে কথা বলি
বেসুরে গান গেয়েও ফেলি,
বাগানে সবুজ পাতা গুলি,
দেখেই যে দিই হাততালি।
খিদে পেলেই খাই আমি
সময় ধরে নয়,
আমার কাছে দামি নিজের
খেয়াল, খুশি, নিশ্চয় ।
গাড়িবাড়ি, গয়নাগাটি
ডিগ্রী ঢাকা নোটে,
ভেবাচেকা খাইনা আমি,
ধারধারিনা মোটে।
যে জন কারুর চোখেরই জল
মুছিয়ে দেয় আশ্বাসে
কিংবা কারুর দুঃখের সময়
থাকতে পারে পাশে,
শুধুই যারা ভালবাসে
না করে সংশয়
বিচারের হুঙ্কারে
নেই বিন্দুমাত্র ভয়,
আছে যাদের সূর্য সমান
জ্বলজ্বলে হৃদয়
আমার কাছে তারাই যে দেয়
অমূল্য মনের পরিচয়।
খামখেয়ালি হয়েই আছি
মহা আনন্দে,
কান্না হাঁসির মাঝেই বাঁচি
নিজেরই ছন্দে।
No comments:
Post a Comment