নিজের দোষকে করো শিকার,
অপরের ভ্রান্তি করো স্বীকার,
ভবসংসারের উদ্বেলিত
সমুদ্র হবে অনায়াসে পারাপার
দূঃখ্যালয় থেকে পাবে মুক্তি,
বিচারের কারাগার যাবে খুলে,
পাবে চিরতরের অব্যাহতি,
নির্লিপ্ত কর্মে, শান্ত,
আনন্দমুখর হবে সংসার।
A space where eco-socio-political views are shared with love, compassion. Peace, above everything else.
নিজের দোষকে করো শিকার,
অপরের ভ্রান্তি করো স্বীকার,
ভবসংসারের উদ্বেলিত
সমুদ্র হবে অনায়াসে পারাপার
দূঃখ্যালয় থেকে পাবে মুক্তি,
বিচারের কারাগার যাবে খুলে,
পাবে চিরতরের অব্যাহতি,
নির্লিপ্ত কর্মে, শান্ত,
আনন্দমুখর হবে সংসার।
I'm burdened,
drowned in the
sins of others,
unable to merge
with the bliss
of the universe
heavy is the weight
of actions, words
in me
makes no sense
ceaseless wait,
of no worth
no light to break free
there's a way out
for sure,
a permanent cure
to heave a sigh of relief;
freedom from finding faults,
the supreme power to forgive
but how, the schools
old and new, haven't
taught me to practice
the art
I learnt to hate, hurt
burn in the heat of anger
in my pumping heart
I like the stars, I love
nature, its beauties,
bounties, and varieties,
I'm unable to live
with unlike-minded
human beings
from the fools, I'll break free
learn the song of the wise
the power will fall upon me,
the heaviness will die,
on this earth full
of differences
I will be reborn, regain
my paradise
I don’t read the lines
the stars rise and set
the wisdom of my stories
lies within them
all the beings tell me
something
I cannot get in
black and white,
the search never dwells
in the way they
touch and smell
hear, taste, and look
I cannot catch the sense
in the fold of a book
---
Je ne lis pas les lignes
les étoiles se lèvent et
se couchent
la sagesse de mes récits
réside en elles.
Tous les êtres me disent
quelque chose
que je ne peux saisir
en noir et blanc.
La quête ne réside jamais
dans leur manière de
toucher, sentir,
entendre, goûter, regarder.
Je ne peux capter le sens
dans les plis d’un livre.
রাজনীতি কথাটাতে
'রাজ' ঠিক কি করছে
তা ভাবতেই আশ্চর্য লাগে।
ওটা কি শুধুমাত্র একটা শব্দ,
যা প্রকৃত শাসন করতে, স্নেহ
করতে, ভুলে গিয়েছে? যার
নিঃশব্দতা,
মৃতবৎ হয়ে ঘুমিয়ে আছে
অঘোরে, চিরনিদ্রায়!
যখন গানগুলি শুনি
'মহারাজ, একি সাজে
এলে হৃদয়ে পুরমাঝে',
কিংবা 'আমরা সবাই রাজা
আমাদের এই রাজার রাজত্বে'
এই রাজনীতির 'রাজ' কথাটার
সাথে গানগুলো কিরকম
বেতালা, বেমানান, বেসুরো
মনে হয়।
খুব দুঃখ লাগে শুনতে
নেতাদের কথা
টিভির পর্দায় বা বিভিন্ন
বক্তৃতায়, মনে হয় যে
এগুলো রাজনীতি নয়,
এগুলো দুর্নীতি।
যেই লিডার নির্বাচনে জয়ী হবার
পরে গান গেয়ে উঠেছিলেন,
'আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার পরে', সেই
লিডারই পরে তার মাথা এমন
উঁচু করে রাখেন, যে তাকে
আর ধরাও যায় না। তিনি তো
জিতে গিয়ে জাতে উঠে গেছেন,
আমাদের সাথে তার সম্পর্কের
তার কেটে গেছে।
এখনকার রাজনীতিকে
কূটনীতিও বলা যায় না।
কূটনীতির "কূট" শব্দটি
মূলত কৌশল, জটিলতা,
বা সূক্ষ্মতার সাথে সম্পর্কিত,
যা আন্তর্জাতিক সম্পর্ক বা
বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয়।
এখনকার কূটনীতিতে নোংরা
কৌশল, বা হিংসাত্মক জটিলতা
থাকলেও সূক্ষ্মতা বলে কিছু নেই।
যেভাবে অরাজগতা, অশালীনতা,
বর্বরতা সারা বিশ্বে বাজনা বাজিয়ে
বেড়াচ্ছে, তাতে প্রতিদিন গানের
পংক্তিগুলি গুলিবিদ্ধ হচ্ছে,
মূল্যহীন হচ্ছে, আর হচ্ছে
বেতালা, বেমানান, বেসুরো।
The overwhelming response from the UK Authors to a small poem humbled me to the core. Gratitude.
একা থাকা
একা থাকা ভীষণ কঠিন
সব বয়সের জন্যই
থাকতে একা দম লাগে ভাই
সকাল দুপুর রাতদিন।
বাজার কিংবা সিনেমা যাও
গান শোনো বা রান্না চাপাও
চা জল খাবার খাবে একা
টিভি করবে আওয়াজ ফাঁকা।
ঘরে চাবি দিয়ে যাবে
চাকরিতে বা অন্য খানে
তালা খুলেই ঢুকতে হবে
কলিং বেলটা অলস পানে
অকর্মণ্য হয়েই রবে।
কোথায় তুমি যাচ্ছো আসছো
কারুর কিছু যায় আসে না
রাতে তুমি কখন ফিরছ
কেউই ফোনে জানতে চায় না।
বাগান করলে সতেজ হবে
মন আনন্দে ভরে যাবে
পাখিদের সব নানান রবে
একাকীত্ব ঘুচিয়ে দেবে।
তার ওপরে কুকুর বিড়াল
যদি আসা যাওয়া করে
হবে তোমার ভরা সংসার
আনন্দে মন উঠবে ভ'রে।
একা থাকা কঠিন হলেও
তোমায় এটা শিখতে হবে
আস্তে আস্তে দেখবে সেও
অভ্যাস ঠিক হয়ে যাবে।
কষ্ট করেও নিজের সাথে
নিজে যদি থাকতে পারো
ঠাকুর হবে বন্ধু বড়
সুখে দুঃখে দিনে রাতে।
Head, heart, hand,
like a stream can flow
to follow one dream;
the team cannot stand
together thanks to the
rotten teachings, techniques
they’ve learned, to be always
at loggerheads, one ahead
of the other, never in sync with
one another;
as separate entities, they
run fast, alone, haywire, as
enemies, like a misguided learner,
an overflown river
with broken banks, the water
that could have given life
is drowning humankind with
an invisible knife.
Hand, heart, head, they never
sing the same song, paint the
same picture, speak the
same language; ruling
over the dead, they hardly
agree to walk hand in hand,
no consciousness they’re one
and the same; they miss the fun,
lose the game.
Head held low, hands hurt below
the belt, the heart lies apart;
had they flown like a brook,
a watercourse, a tributary
what a tribute that would’ve
been to the little hut, had the three
shown a careful camaraderie.
the world
whirled into wars
weapons, drones,
bought, sold
to violate the earth
the pages browned
and old
resurrect into a cruel mirth
no one, absolutely none
has the wisdom to deliver
us out of this unconsciousness
we, the humans of the space,
drowning into the ocean
of ignorance
***
Un océan d’ignorance
le monde
tourbillonne dans les guerres
armes, drones,
achetés, vendus
afin de violer la terre
les pages brunies,
anciennes
ressuscitent en une
cruelle dérision
personne, absolument
personne
n’a la sagesse
de nous sortir de
cette inconscience
nous, les humains de l’espace,
noyés dans l’océan
de l’ignorance
***
অজ্ঞতার মহাসাগরে
বিশ্ব
যুদ্ধের ঘূর্ণিতে নিপতিত
অস্ত্র, ড্রোন,
কেনাবেচা চলে
পৃথিবীকে ক্ষতবিক্ষত করার জন্য
পুরনো, বাদামি পাতাগুলোর
পুনর্জন্ম হয়
এক নিষ্ঠুর উল্লাসে
কেউ না, একেবারেই কেউই
পারে না আমাদের টেনে
তুলতে এই অজ্ঞানতার থেকে
আমরা, মহাকাশের মানুষ,
ডুবে যাচ্ছি অজ্ঞতার
মহাসাগরে
I remember weeping
for a perfumed eraser
stolen by a friend
when I was a toddler.
I laugh at it now,
with the same pal
who took it away,
hid it from me, forever.
Since my chocolate bar broke
I screeched helplessly
at an airport, my parents
embarrassed without end.
I get annoyed when my
child throws tantrums
here and there.
But the grandparents
hug their grandchild,
behold it as the sweetest
banter.
I'm surprised at their
tolerance, which on me
they didn't ever shower.
How perspective changes
through time and space,
I wonder.
Moment's pain, pleasure,
Unrest, and calm
Crushed in the days
to come.
The same world whirled
around much the same,
yet in the line of time
so tender
reflected acts wander.
তোমার মুখ, তোমার কথা
যেমন ইচ্ছে ব্যবহার করো
কিন্তু তাই সত্য এমন ভেবো না।
কৃষ্ণ কে না জেনে তার
সম্পর্কে গান লেখার অধিকার
তোমার আছে।
অনেক টাকা রোজগার করবে,
আরও অনেক ফেমাস হবে,
পপুলার হবে,
কিন্তু কৃষ্ণ তোমার বাইরেই
থেকে যাবে।
কৃষ্ণ যে তোমার ভিতরে বসে আছে
তার তুমি হদিস পাবে না।
নিজের ভিতরে কৃষ্ণ যেদিন জাগবে,
দেখবে বাইরেও হাহাকার অন্ধকার
অনাহার অবিচার থেমেছে।
না জেনেই কৃষ্ণ নিয়ে গান বেঁধে
নাচানাচি, মাতামাতি করো না
যদিও তার অধিকার তোমার আছে।
তোমার এই গান নিয়ে সবার
ঐ হৈ হৈ এর মধ্যে দিয়ে আরও
অভাব, অনটন, আমাদের গিলে খাবে।
গানের ভিডিও তে সবাইকে দেখিয়ে
জনৈক ছোট ছেলেকে একটা বিস্কুট
ভিক্ষা দিয়ে কারুর কোনো অভাব
মিটবে না।
যতই দীর্ঘশ্বাস কৃষ্ণ-র থেকে ভালো
বাঁশি বাজাক না কেন, তাদের দীর্ঘশ্বাস
উধাও করার ক্ষমতা একমাত্র কৃষ্ণ-র
কাছেই আছে।
তোমার গানে দেয়ালে লেখা
মিথ্যা প্রতিশ্রুতির মত
পবিত্র গীতার বাণী
'সম্ভবামি যুগে যুগে'
জ্বলজ্বল করছে
ঔদ্ধত্য নয়, তোমার গানে
আর্তনাদ জাগুক
শঙ্করাচার্যের
'ভজ গোবিনদং মূঢ়মতে'র
ভক্তি জাগুক,
তাহলে সত্যিই সবাই খুঁজে পাবে
বৃন্দাবন
যেমন সে যুগের বাসিন্দারা পেয়েছিল।