Thursday, July 27, 2023

ছেলেখেলা



কাঁটাতার বেড়াজাল

বন্দুকধারী কঠোর 

সজাগ মানুষ

দিনরাত পাহাড়ায় 

দেশের জন্য মরতে 

প্রস্তুত, বাঁচতে নয়। 

অদ্ভুত পাগল দুনিয়া! 

শুধু মারামারি কাটাকাটি 

খেলে, খোলা আকাশের নীচে

উর্বর পৃথিবীর বুকে।


এই ভয়ানক অবিশ্বাসের

মধ্যে কি অবাধ্যের মত

কতগুলো লাল নীল হলুদ 

সবুজ ফুল ফুটে আছে 

দেখ! 

ওরা হাসছে আর হেলেদুলে 

বলছে,

'শাপ-লুডো খেলবি তো আয়'।

Wednesday, July 26, 2023

প্রকৃত ভালোবাসা


ভালবাসবেই যদি 

পৃথিবীর মতন বেসো।


বোমা বারুদের বর্ষণে

ক্ষতবিক্ষত মাটি থেকে

উঁকি মারে দেখ 

জীবনের চারা

প্রতারনা অবিশ্বাস নিষ্ঠুরতা

ঘৃণা যন্ত্রনা অপমান লাঞ্ছনার 

গরল দিয়ে তাকে ভরিয়ে দিলেও

পরিবর্তে সে স্বার্থহীন হয়ে 

ভালোই বাসবে, আনন্দে ভরিয়ে 

রাখবে তোমায় পাখির মধুর গানে 

হালকা বাতাসের আমেজে

সমুদ্র মহাসাগরের প্রাচুর্যে

অগাধ আকাশের সূর্য চন্দ্র 

তারায় ভরা আলোর সাজে 


ভালবাসবেই যদি তবে

পৃথিবীর মতন করে বেসো।

 

Monday, July 24, 2023

a mystery [part v]

technology advances 
like the high-rise
rich richer poor poorer
a mystery

education is necessary
all harm is done by the
educated
a mystery

we talk about the good
samaritan
neighbors bad
a mystery 
 

a mystery [part iv]

we hide our nakedness
in shame
outfits show off our pride
a mystery

civilization the most
uncivilized faux pas 
a mystery

skills should heal
they kill
a mystery

a mystery [part iii]

when you win
a war
you lose
a mystery

one and one
make one
a mystery

famille je vous hais
in friends we look for one
a mystery


a mystery [part ii]

the inside is innocent
the outside isn't
a mystery

original intelligence knows
we're one 
acquired intelligence
shows we're not
a mystery

power should heal
it kills
a mystery


Sunday, July 23, 2023

a mystery

minority mars
majority
a mystery 

punishment doesn't
work with the world
a mystery

when you bend on
your knees your
mind should bow
it doesn't
a mystery

মুষ্টিমেয় কয়েকজন

পৃথিবীর বুকে জন্ম
তবু তার কোলে থাকা দায়
হিংসে বিদ্বেষ ভয়ে
ভরা আমাদের ধরা
মরছে বিভ্রান্ত মানুষ মুষ্টিমেয়
কয়েকজন মানুষের কাছে
ফল ফুল জীব তবু
বেঁচে আছে

বাঁচতে চাই, ঘর অন্ধকার
খোলা জানালা উন্মুক্ত দার
মোমবাতি জ্বালাই সত্য দেখব, শুনবো, উপলব্ধি করবো বলে 

দমকা হাওয়া আসে
নিবতে দেবনা আলো হোক
না ঝড় আরও জমকালো
পাখিদের গান মনোরম বাগান,
তারই মাঝে আষ্টেপৃষ্ঠে বিশ্ববাসী
অহেতুক চক্রব্যুহ ভাঙ এ
আত্মহনন ভাঙ এ অশ্লীল কলহ


আমরা কয়েকজন আছি
এইতো এইখানে প্রদীপ জ্বলছে
অরুণ মিত্র পড়ছে
আমাদের অতি প্রিয়
চিন্ময় গুহ
মাথায় রুমাল বেঁধে
অপরূপ সুর বাজাচ্ছে
দেবজ্যোতি মিশ্র
শোপ্যাঁ, বেথোভেনের ধুন
একতারা তবলার তালে
কখনও স্নেহময়ী সুরে
কখনও বা নিদারুন তানে

করুন গুনগুন
অনবরত পিয়ানোর সাথে
বাঁশী, সানাইয়ের সাথে গিটার
বাজে পাশাপাশি
নেই কোন বাঁধ নেই এপার
ওপারের বেসুরো বিচার
শব্দে সুরে তালে সব
মিলে মিশে একাকার

শুধু মিললো না মানুষ
মানুষেরই সাথে অহরহ
কাটাকাটি করে ধরনীকে
ছিন্নভিন্ন করে চলে এক
ভয়াবহ শিক্ষিত ধ্বংসের
অনর্থক পথে

এই অনর্গল গরল গদ্যের
দুনিয়ায় কেবল সরল
সুমধুর সুর খুঁজি 
মুষ্টিমেয় কয়েকজন অমৃত
কাব্যে, পুরাতন কিশলয়
কবিতায়

পৃথিবীর বুকে জন্মে
তার কোলে মাথা রেখে
হিংসে বিদ্বেষ হাতাহাতি
ভয় ভুলে কাব্য কবিতা
সুরের বলে এসো আঁকি এক
অপরূপ ভবন, আদরের
আঙিনা, স্বপ্নময় এক
উন্মুক্ত ভুবন

বর্বরতার মাঝে আমরা
যারা কজনে এখনও আছি
এসো নির্ভয়ে হাতে হাত
রেখে কাব্যে সুরে বাঁচি 

Wednesday, July 19, 2023

the bed


the bed
no longer safe
nor secure anymore 
despite the current comfort
up-to-date perfection
holes of disbelief
spread out on the berth
as on the neighboring pillows,
on the decaying mattress
shattered sheet                       
the body, living or dead
feeling an alarming crisis
cannot rest in peace


le lit

le lit
n'est plus sûr 
ni sécurisé
malgré le confort actuel
perfection contemporaine
trous d'incrédulité
étalés sur la couchette
comme sur les oreillers voisins,
sur le matelas délabré
le drap brisé                               
le corps, vivant ou mort
embrassant une alarme douloureuse 
ne peut jamais reposer en paix


শয্যা

শয্যা
আর নিরাপদ নয়
বিপদহীন নয় আর
বর্তমান আরাম সত্ত্বেও
সমসাময়িক স্বাচ্ছন্দ্যের পরেও
অবিশ্বাসের গর্তে ভর্তি
ক্ষতবিক্ষত বিছানা
অনাস্থায় বিছানো বালিশ
জীর্ন তোষক জর্জরিত চাদর 
দেহ, জীবিত বা মৃত
ধড়ে ধরা পড়ে অনিশ্চয়তার তরঙ্গ
পারে না নিতে অবিরাম বিশ্রাম 

Monday, July 17, 2023

disconcerted

the abundance of light
notwithstanding
there's this bliss of
concealed darkness
despite the deafening
sounds, resides the
clandestine silence

the crowd of words
unheard on a thunderous
blank surface

desolate beings refuge
in medias res