Sunday, July 23, 2023

মুষ্টিমেয় কয়েকজন

পৃথিবীর বুকে জন্ম
তবু তার কোলে থাকা দায়
হিংসে বিদ্বেষ ভয়ে
ভরা আমাদের ধরা
মরছে বিভ্রান্ত মানুষ মুষ্টিমেয়
কয়েকজন মানুষের কাছে
ফল ফুল জীব তবু
বেঁচে আছে

বাঁচতে চাই, ঘর অন্ধকার
খোলা জানালা উন্মুক্ত দার
মোমবাতি জ্বালাই সত্য দেখব, শুনবো, উপলব্ধি করবো বলে 

দমকা হাওয়া আসে
নিবতে দেবনা আলো হোক
না ঝড় আরও জমকালো
পাখিদের গান মনোরম বাগান,
তারই মাঝে আষ্টেপৃষ্ঠে বিশ্ববাসী
অহেতুক চক্রব্যুহ ভাঙ এ
আত্মহনন ভাঙ এ অশ্লীল কলহ


আমরা কয়েকজন আছি
এইতো এইখানে প্রদীপ জ্বলছে
অরুণ মিত্র পড়ছে
আমাদের অতি প্রিয়
চিন্ময় গুহ
মাথায় রুমাল বেঁধে
অপরূপ সুর বাজাচ্ছে
দেবজ্যোতি মিশ্র
শোপ্যাঁ, বেথোভেনের ধুন
একতারা তবলার তালে
কখনও স্নেহময়ী সুরে
কখনও বা নিদারুন তানে

করুন গুনগুন
অনবরত পিয়ানোর সাথে
বাঁশী, সানাইয়ের সাথে গিটার
বাজে পাশাপাশি
নেই কোন বাঁধ নেই এপার
ওপারের বেসুরো বিচার
শব্দে সুরে তালে সব
মিলে মিশে একাকার

শুধু মিললো না মানুষ
মানুষেরই সাথে অহরহ
কাটাকাটি করে ধরনীকে
ছিন্নভিন্ন করে চলে এক
ভয়াবহ শিক্ষিত ধ্বংসের
অনর্থক পথে

এই অনর্গল গরল গদ্যের
দুনিয়ায় কেবল সরল
সুমধুর সুর খুঁজি 
মুষ্টিমেয় কয়েকজন অমৃত
কাব্যে, পুরাতন কিশলয়
কবিতায়

পৃথিবীর বুকে জন্মে
তার কোলে মাথা রেখে
হিংসে বিদ্বেষ হাতাহাতি
ভয় ভুলে কাব্য কবিতা
সুরের বলে এসো আঁকি এক
অপরূপ ভবন, আদরের
আঙিনা, স্বপ্নময় এক
উন্মুক্ত ভুবন

বর্বরতার মাঝে আমরা
যারা কজনে এখনও আছি
এসো নির্ভয়ে হাতে হাত
রেখে কাব্যে সুরে বাঁচি 

Wednesday, July 19, 2023

the bed


the bed
no longer safe
nor secure anymore 
despite the current comfort
up-to-date perfection
holes of disbelief
spread out on the berth
as on the neighboring pillows,
on the decaying mattress
shattered sheet                       
the body, living or dead
feeling an alarming crisis
cannot rest in peace


le lit

le lit
n'est plus sûr 
ni sécurisé
malgré le confort actuel
perfection contemporaine
trous d'incrédulité
étalés sur la couchette
comme sur les oreillers voisins,
sur le matelas délabré
le drap brisé                               
le corps, vivant ou mort
embrassant une alarme douloureuse 
ne peut jamais reposer en paix


শয্যা

শয্যা
আর নিরাপদ নয়
বিপদহীন নয় আর
বর্তমান আরাম সত্ত্বেও
সমসাময়িক স্বাচ্ছন্দ্যের পরেও
অবিশ্বাসের গর্তে ভর্তি
ক্ষতবিক্ষত বিছানা
অনাস্থায় বিছানো বালিশ
জীর্ন তোষক জর্জরিত চাদর 
দেহ, জীবিত বা মৃত
ধড়ে ধরা পড়ে অনিশ্চয়তার তরঙ্গ
পারে না নিতে অবিরাম বিশ্রাম 

Monday, July 17, 2023

disconcerted

the abundance of light
notwithstanding
there's this bliss of
concealed darkness
despite the deafening
sounds, resides the
clandestine silence

the crowd of words
unheard on a thunderous
blank surface

desolate beings refuge
in medias res 

lost nature

 often, I ask this
question to the mirror,
the world where I live,
‘why don't you simply
drop the weapons, stop
the wars, destroy the guns’
why'd you have to
image the dead

it cracks, yet doesn't reflect
for years, it lost being what
it was, it doesn’t obey, a lion
shows up as a lamb, a hippo
as a kangaroo, it disfigures
any appearance

in utter despair, I walk
up to the mountains
I screech, my voice
bleeds in easy words;
the bridges collapse,
the walls stand strong and tall
roads crash, paths under the
livid sun, shadowless, clueless
the sound doesn't follow,      I hear a different echo

Tuesday, July 11, 2023

Driving home a message

Firing the employees highlights
the failures and the fallacies
of an enterprise. 

The learning organizations
shouldn’t drive their corps
into their doom, instead
channel them to areas
their strengths would bloom.

Never mind, but it needs
holistic thinking, demands
a systemic effort, perhaps
more lucrative than all of
their social work, all other
CSR activities combined.

Charity begins at home,
an old proverb, well-known
worthwhile to remember;
that without people despite AI,
no order can ever deliver.  

Sunday, July 9, 2023

The new normal

 

Territories that engage in weapons and war,

wherever they are

should be banned as underdeveloped lands, 

be renamed with legalese as the fourth world countries; 

those substandard nations without gumption need to be thrown into the subhuman zone.

Wednesday, July 5, 2023

মুখরিত সুর্যোদয়


অনেক দেখলাম, শুনলাম, বুঝলাম।

আর দেখে, শুনে, বুঝে কাজ নেই।


এবার ধ্বংসস্তূপের বিছানায়,

অবিশ্বাসের বালিশে মাথা রেখে,

অবক্ষয়ের চাদর ঢেকে শোবো।


সেই আগের মত নরম চাঁদের আলো

এসে পড়বে আমার সমস্ত ক্ষতবিক্ষত,

জর্জরিত শরীরে।


রেহাই পাব জাগরণের বিভীষিকা

থেকে, অব্যাহতি পাব ক্ষনিকের 

জন্য মেকাপে ঢাকা মেকি 

মানবিকতার থেকে।


জোৎস্নার উষ্ণ আলিঙ্গনে 

আমি স্বপ্ন দেখবো 

এক মুখরিত সুর্যোদয়ের।

Thursday, June 29, 2023

benumbed



the flora and 

the fauna

dying 

in a world 

where 

human beings 

are stillborn

The world falls apart

 


When rules are overruled,

when words are all betrayed,

when homes are not for good,

when schools are far from safe,


when children are not schooled

when adults are not groomed,

when wars kill and fake,

when peace is at stake,


when skills do not heal,

when growth doesn't help,

when actions cease to feel,

when thoughts are off the shelf,


when the brain fails the heart,

the world falls apart

Saturday, June 24, 2023

সাজা প্রসাদ


জীবন চলছে সুন্দর

বাবা, মা দীর্ঘায়ু

সন্তানাদি সব মেধাবী

ঐশ্বর্য, সাফল্য প্রচুর;

এ পরিবারের সদস্যরা

বেশির ভাগই হয় উদ্ধত,

নিষ্ঠুর, ঘটা করে পূজা করে 

বটে পরিপাটি করে,

তবু মন থাকে ঈশ্বরের 

থেকে দূর বহু দূর।


যে পরিবার দেখেছে অভাব, 

যুঝেছে অকালমৃত্যু 

বৈভব যেথায় অনুপস্থিত,

তারা পূজা করে ভক্তি ভরে,

থাকে কম বেশি  ঈশ্বরের ঘরে।


যে পরিবারে ঘোর প্রতারনা

ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, ঘৃণা, 

পরকীয়া প্রেমে ঘেরা সংসার, 

ঈশ্বর নিয়ে তারা প্রায়ই 

হাসাহাসি করে, সবেতেই 

তাদের ঘোর অবিশ্বাস,

ঈশ্বর সেখানে নেয় না

শ্বাস প্রশ্বাস ।


যার হঠাৎ কাটা গেছে হাত,

বাদ গেছে কোনও অঙ্গ 

কোনো দুর্যোগ বিপর্যয়ে,

হেলায় পাওয়া সেই অঙ্গ,

থাকতে যাকে করেনি কদর 

কখনও, আজ তারই জন্য 

করে অরন্যে রোদন,

হয়ে সতত ঈশ্বরে মগন।


যে পরিবারে সব থাকতে

রয় ঈশ্বরে মন, আস্থা

তারাই ঠিক পথে চলে

অতিক্রম করে বন্ধুর রাস্তা।


সাজা পেলে গ্রহণ করো

করজোড়ে, সে যে আসে

তোমারই কর্ম ফলে, 

প্রসাদের সাজে। 

ঈশ্বর আসে নিকটে,

তোমায় কাছে পেতে।