Tuesday, April 4, 2017

তুমি আছ আমি জানি

ঊর্দ্ধগামি কবিতার ভাবধারা

ভাষার জন্মকাল থেকেই আমরা তাকে অনেক রকম ব্যাকরণের নিয়মে বন্ধ ক’রে রেখেছি । এমন কি তার গতিপথও নিয়ন্ত্রিত। কিছু ভাষা বাঁদিক থেকে ডানদিকে চলে, কিছু ডানদিক থেকে বাঁদিক; শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত ভাষাকেই আমরা মধ্যাকর্ষনের নিয়মে নিম্নগামী ক’রে রেখেছি, একটু থেমে আমরা কবিতার দিকে চোখ রাখলে বুঝতে পারব যে কবিতা যখন মনের মধ্যে জন্ম নেয়, তখন কিন্তু সে কোন গতিবিধীর ধার ধারে না, জন্মান’র পরও তাকে পাঠ ক’রে পাঠকের মনে বেশিরভাগ সময়েই একটা ট্রান্সেন্ডেন্টাল অনুভূতি (লীপ) লক্ষ করা যায়। তাই যদি হবে, তাহলে কেন আমরা তাকে গঠনগত দিক থেকেও ঊর্দ্ধগামী হ’তে দিচ্ছিনা। এটাকি আমাদের ‘তাসের দেশ’ এর ‘চল নিয়ম মতে’র কথাই মনে করিয়ে দেয়না?

এই তথাকথিত চিরাচরিত অসংখ্য নিয়মজালে আবদ্ধ কবিতাকে একটি নিয়মের থেকে উন্মুক্ত করার এক স্নেহশিল প্রতিবাদ, এক বিনম্র প্রচেষ্টা।

আগ্রহী পাঠক ‘তুমি আছ আমি জনি’ এই কিতাটি নীচের পংক্তি থেকেও পাঠ শুরু ক’রে, উপরের পংক্তিতে গিয়ে পাঠ শেষ করতে পারেন।

পাঠের সুবিধার জন্য কবিতাটি দুবার লেখা হ’ল, একবার প্রথম লাইন থেকে শেষ লাইন অবধি আর একবার শেষের লাইন থেকে প্রথম লাইন অবধি; গঠনগত দিক থেকে তাই একে ঊর্দ্ধগামি কবিতা বলা হল।

আনন্দম্
সুপ্রতীক সেন



তুমি আছ আমি জানি

আজ মুহূর্ত মিলনের
এই অবকাশ, আমাদের
অপূর্ব আকাশ
ঠিক তোমার মতন
মাতোয়ারা, সুন্দর
কালের লিখন, লিখেছে যত ততই হয়েছে নূতন
মিষ্টি বৃষ্টির ছাঁট সতেজ মাটির ওপর
সমুদ্র থেকে চোখের পলকে উঠে আসা জল
অসীম নিল পাতায় দেয়, সাদা মেঘের আঁচড়
গুরু গুরু অদৃষ্ট, তোমারি উপস্থিতি
ভালবাসার আভাস আসে ভালবাসার প্রতি
বাতাসে আজ মৃদু চন্চলতা
হারাতে দেয় না তোমায়, আমার জ্বলজ্বলে নিষ্পাপ স্মৃতি
তুমি আছ আমি জানি
মিলন মন্দিরে তাই তোমার স্থান বিরহকে অহরহ ম্লান রে রাখে
সহবাস করে এই গুনগুন মনে
বর্ষা গরম বসন্ত
অক্লেশে তারা একসাথে চোখ মেলে, এই আকাশে
সূর্য চাঁদ পশ্চিম পূর্ব অধঃ ঊর্ধ
এই দিগন্তহীন অন্তরে ফুটে চলেছে উদয়াস্ত, অপরিসীম
কাশফুল কৃষ্ণচূড়া একে অন্যের পর
নির্ভয়ে নির্ভর, জড়িয়ে আছে পরস্পর
মাতোয়ারা সুন্দর
ঠিক তোমার মতন
অপূর্ব আকাশ
এই অবকাশ, আমাদের
আজ মুহূর্ত মিলনের



তুমি আছ আমি জানি

আজ মুহূর্ত মিলনের
এই অবকাশ, আমাদের
অপূর্ব আকাশ
ঠিক তোমার মতন
মাতোয়ারা সুন্দর
নির্ভয়ে নির্ভর, জড়িয়ে আছে পরস্পর
কাশফুল কৃষ্ণচূড়া একে অন্যের পর
এই দিগন্তহীন অন্তরে ফুটে চলেছে উদয়াস্ত, অপরিসীম
সূর্য চাঁদ পশ্চিম পূর্ব অধঃ ঊর্ধ
অক্লেশে তারা একসাথে চোখ মেলে, এই আকাশে
বর্ষা গরম বসন্ত
সহবাস করে এই গুনগুন মনে
মিলন মন্দিরে তাই তোমার স্থান বিরহকে অহরহ ম্লান রে রাখে
তুমি আছ আমি জানি
হারাতে দেয় না তোমায়, আমার জ্বলজ্বলে নিষ্পাপ স্মৃতি
বাতাসে আজ মৃদু চন্চলতা
ভালবাসার আভাস আসে ভালবাসার প্রতি
গুরু গুরু অদৃষ্ট, তোমারি উপস্থিতি
অসীম নিল পাতায় দেয়, সাদা মেঘের আঁচড়
সমুদ্র থেকে চোখের পলকে উঠে আসা জল
মিষ্টি বৃষ্টির ছাঁট সতেজ মাটির ওপর
কালের লিখন, লিখেছে যত ততই হয়েছে নূতন
মাতোয়ারা, সুন্দর
ঠিক তোমার মতন
অপূর্ব আকাশ
এই অবকাশ, আমাদের
আজ মুহূর্ত মিলনের

Tuesday, March 21, 2017

The story of a bird














I am a free bird, a true bird
Not an angry bird
Hiding my age,
Was born a year before
In broad daylight
My certificate lied in black and white.

I am a free bird, a true bird
Not a worried bird
Hiding notes in the banks,
Firing the hires here and there,
To become rich and important
On fast track, out of nowhere,
Lying to the diseased on the ill effects
Of pills I was designated to push,
Like a thief behind a bush.
I couldn’t be deadlier,
Mixing killers, in foods sold to mothers
Of new-borns
Or for some hormones secreted in porn...
I was a moron
Pecking on fruits worse than grass
Concealing facts, figures
To clients, to make my Donald duck fatter
A pack of rubbish to buy and sell
My wings were wired to a machine I could tell
I was living in a cage called helpless hell
My wings and feet, heavy with lie
I was unable to fly.

Until I broke my cell
With my beak, my wings, my claws
The shell cracked, I tried to fly, fell
Flat on the ground, hurt my jaws
My innate nature came back running to me
Light and feathery I glided with glee
I could hear me whistle and sing
From the mountains to the meadows
Flaunted my winsome wings
Sail in the blues, with my own little being.

Tough will be this honest wide world
I thought,
So what
I choose to be out of the poor rich herd
I know now I am not an angry bird
Not a worried bird
I am a bird of word
I am a free bird, a true bird.

Change













After years of trials and betrayals
The key issue is still burning
Food, shelter, clothing – a scarcity
Poor poorer, rich richer, an adamant reality
Despite benevolent gestures

Sweet-faced, intelligent stalwarts
Kind-faced liars and rascals
Double-faced backstabbers
With spoilt, useless theories
In their own little box
Writing books
On growth and development
Getting accolades, making fortunes
But under the same firmament
The basic necessities
Cleverly hidden with cowardly atrocities

Science and technology grows
Gadgets and weapons galore
People are pushed to buy
Remain drowned in heinous products called loans
Their richness the budget knows is a lie
For they’ll soon cry in moans
They succumb to the craving for the poisonous pie
For this, under the behest of laureates and economists
Who look upon this as an occasion to celebrate and feast
Killing people in credits
Are they any better than terrorists

No machine with artificial intelligence
Has decided yet to alter with sense
The primitive designed fact
Going natural, viral, worse and sadder
With expertise and tact
Poor becoming poorer, rich richer.

Saturday, March 18, 2017

The story of another red riding hood

Wolves, in search of sheep
To eat their flesh and keep
The skin
As their clothing
To mingle with the cattle
From Tokyo to Seattle
Conceited lot claiming to be saintly
So merrily, so freely.
Dressed as sheep
Fearfully beg for respect and worship
Their dirty nasty Alpha Muscle
Careful and safe, cradles
Willy-nilly
Under the mask of stewardship
So merrily, so freely.
Wait.
Times
The stage trembles
The curtain raises
Their mask falls
Sheep! They don’t anymore resemble.

Jumps out of their skin
The surprised cattle
Sees what is
True and what is false
Beyond ease.

All this while
Hiding and honing their style
The wolves were policing them
From Mecca to Jerusalem
Their own skin
The culprits used, to fake as kin
Lying loose on the ground, now dead for good,
Vegetarian predators naked, once and for all
Off their skinny, misfit wherewithal
Lose the battle.
The sheep just wrote anew
The story of another red riding hood.

Saturday, March 11, 2017

Darkenss

Darkness who says is rude,
It offers a warm, a kind solitude.
Your body starts to feather and glow,
Organs in light air dance, mellow.
Gleam of the stars with eyes ajar,
Passes and stays without a bar.
Your mind slowly stops and thinks,
It touches the being when blackness blinks.

Monday, March 6, 2017

মাপ করো

জনসমুদ্রের মধ্যে আমরা ফেনার মতো
আঁছড়ে পড়ি
নীল দিগন্তবিস্তৃত জলে আমাদের কোনো স্থান নেই
যুগে
যুগে তাই আমরা শুনে আসি তোমাদের
করুন হুঙ্কার, মাপ করো
আমরা চিরকাল তোমাদের করুনার পাত্রই রয়ে গেলাম
কিন্তু এই ফেনা দিয়েই তো তোমরা গা ভাষাও
তোমাদের
রুজি রোজগার, নূন লবন
বেঁচে থাকার স্বাদ তো আমরাই যোগাই
তবু
আমাদের বাইরেই রেখেছো  যুগ যুগ ধরে
কিন্তূ
আজ
যেন তোমরা থমকে দাঁড়িয়েছ
আজ
বুঝি আমরা তোমাদের
সাদা নোনতা বেড়াজালে ঘেরাও করেছি
কি আশ্চর্য,
তবুও
তোমাদের এক বাণী, মাপ করো

আমরা
যা আছি
আমরাও তোমরা হতে পারতাম
কিন্তূ তাতে তোমাদের তৃপ্তি-খুদা বুঝি মিটতো না
তাই
আজ আমরা আমাদের পেটের খিদে গায়ের জালা বালুরাশির মধ্যে
জলাঞ্জলি দিয়ে তোমাদের বলছি,
আর তোমাদের ডাঙা আমরা হবো না, মাপ করো

Monday, February 6, 2017

Voleur

It’s heat.
Water standing with its fired up feat,
It’s far from warm
Harmless waves eager to charm.

Sky looks empty
Without clouds
For nothing, woos the water bodies
Loud thunder.

Sudden hollowness
Of the sky and the earth
Freezes the wind, silence
Breaks in the heart.

A writer was trying to write;
That which is already written
Painter trying to paint,
The painted.

In the middle of black and white
Of the vast blues,
The stealing of clouds and waters
Appears and withers, continues.

Friday, February 3, 2017

dead bird

dead bird's blood
red carpet

Noisy



Feathers reign
Their beauty, strength
Unsightliness
Gives wings,
Alongside polish and elegance
fluttering deafens
Flesh bedazzles.

Organs, nearly all
Create an invincible wall,
The dysfunctional innocence
With ignorance, arrogance
Enjoys and celebrates
Noise in silence.

Cleanliness continues
Ceaseless
Garden of words
Beautiful letters
Aesthetic expressions
Charm comforts
Senses out of the hide
In broad daylight
Still, moving lives suicide
Humming weapons inside
Feathers fall as feathers
From outside to outside.

Clean or muddy
Weak or sturdy
Feathers are feathers
Farther from the flyer
Nesting at ease
In hearts that buzz
Beyond letters and words
Spotless, clear
Silence that speaks.

Wednesday, February 1, 2017

Blindness


I was driving at sixty-five
Going for a picnic, with family;
Old Hindi songs,
Homemade sandwiches, drinks
Affectionate, caring words
Floating around
Dancing inside out
Laughing, giggling,
The air, so embracing.

I saw another family driving
The car I wanted to buy
Brushed past,
Anger painted my face
With sharp eyes, I was engaged in the race,
Hopping to hundred and twenty;
Leaving my family, happiness
Importing unwanted stress
Racing and racing.

Neighbors of the world
You are out on a picnic journey;
Songs, foods, warm words
Ignored on the way,
Thoughts to beat, compete, and overtake
Your comfort so rich, fleeting away
Putting innocent lives at stake
Chasing poor thoughts of agony
Driving and driving.