Monday, April 11, 2022

আন্তর্জাতিক ফুটবলে ভারত-এর স্থান কোথায়?



আমি বাঙালি। ফুটবল ভালোবাসি। দেখে ভাল লাগে যে আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহাম্মাদান স্পোর্টিং ছাপিয়ে সর্বভারতীয় স্তরে এই অত্যন্ত জনপ্রিয় খেলা-টির প্রাণপ্রতিষ্ঠা করতে পেরেছি। এর জন্য আম্বানি ছাড়া যাদের অবদান আছে তাদের সকলকেই আমার সশ্রদ্ধ প্রণাম আর আন্তরিক কৃতজ্ঞতা।

আস্তে আস্তে গুটি গুটি পায় ফুটবল এগোচ্ছে। কিন্তু বিশ্ব ফুটবল-এর মানচিত্র-এ ভারত-কে কবে দেখা যাবে? আমার বয়স সাতান্ন। আমি কি দেখে যেতে পারবো আমাদের খেলোয়াড়-দেড় অলিম্পিক ফুটবল-এর মাঠে দাপিয়ে বেড়াতে? সবার মত আমিও ভালবাসি বিদেশী ফুটবলার-দের, কার নাম করব? Pelé, Michelle Platini, Franco Baresi, Maradona, Zizou, Kylian Mbappé, David Beckham, Ronaldo, Rivaldo, Neymar এবং আরো খেলোয়াড়-দের খেলা দেখে আমি মুগ্ধ, অভিভূত। প্রতিবার অলিম্পিক-এ আমরা ভারতীয়-রা ঠিক করেনি আমরা কোন দেশ-কে সাপোর্ট করবো। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ ফ্রান্স, কেউ বা আবার ক্রোয়েশিয়া।

কথা হচ্ছে আর কতদিন আমরা অন্য দেশ-কে সাপোর্ট করব? কতদিন বিদেশী প্লেয়ার-দের ফ্যান হয়ে থাকব? আমরা কেন আমাদের দেশ-কে খেলতে দেখছি না? কে আমার এই প্রশ্নের জবাব দেবেন? আমি শুধুমাত্র একজন ফুটবল-ভক্ত হিসেবেই জানতে চাইছি যে যেই দেশের অধিকাংশ জনসংখ্যা-ই যুবক, সেই দেশের কোটি কোটি যুবকের মধ্যে আমরা জনা পঞ্চাশেক রগরগে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী করতে কেন পারবোনা? আমাদের দেশে সুদক্ষ ট্রেনার-এর তো কোন অভাব নেই! তাহলে কেন বছর-এর পর বছর জোয়ান ভারতবর্ষ বিশ্ব ফুটবল-এ প্রবেশপত্র-টিও পাবেনা?

যা খুব-ই দুক্ষজনক তা হল মেনে নেওয়া যে আগামী পঞ্চাশ বছরেও আমরা অন্য দেশ-কে এবং তাদের খেলোয়াড়দেরই সাপোর্ট করে যাবো, একটিবার-এর জন্য নিজেদের দিকে তাকাব না।  

আবার বলছি আমি একজন আম জনতা, ফটবল মঞ্চের গ্রিনরুমে-এ কি চলছে সে সম্মন্ধে আমার কোনো ধারণা-ই নেই, কিন্তু আমি এইটুকু বুঝতে পারি যে এই নিয়ে বোধহয় আম জনতা-দের কোন মাথাব্যথা নেই, আমরা মন থেকে একপ্রকার একসেপ্ট করে নিয়েছি যে ফিফা আমাদের জন্য না। 

কেন এই নিয়ে বিশেষজ্ঞ-রা ব্রেইনস্টর্মিং করছেন না, কোথাও এই নিয়ে কোন ডিসকাশন হচ্ছে না কেন? কেন? কেন

 

Where is India's place in international football?



Let’s football

I am a Bengali. I love football. It is good to see that we have been able to establish this very popular sport at the all-India level by going beyond the giants of Bengal, viz. the East Bengal, the Mohan Bagan, and the Mohammadan Sporting. My sincere respects and gratitude go to the Ambanis and to all those who have contributed to the success of ‘Let’s football’.

When will India figure in the FIFA world cup?

Football is progressing slowly. When will India be seen on the map of world football? I am 57. Can I see our players dominate in the fields of Olympic football? Like everyone else, I also love many famous footballers; whose names should I take? Pelé, Michelle Platini, Franco Baresi, Maradona, Zizou, Kylian Mbappé, David Beckham, Ronaldo, Rivaldo, Neymar, and the list goes on and on! Their style and deftness on the field had enamored me and the millions and will continue to do so in the years to come. But at the end of it all, they are all foreigners, aren’t they? Where are my players? Where are they?

‘The most [saddest] cut of all’

In the Olympics, Indians decide which country they will support; some support Argentina, some go for Brazil, some for France, some from Croatia, and this is ‘the most [saddest] cut of all.

How long will we support another country? How long will I be a fan of non-Indian players? Why can’t we watch our country play? Who will answer my question? I just want to know as a football fan why is it that in a country where the majority of the population is young, billions of them, why aren't we able to groom at least fifty robust footballers of international standard? There is no shortage of skilled trainers in our country! So why is it that year after year young India is denied entry into world football?

The challenge

Failure to get entry is not the challenge, the challenge becomes acute when one accepts failure and does nothing to be up and about. We have accepted that our role will be to support other countries, to cheerlead other players even in the next fifty years; are we unwilling to look introspect the reasons behind this absence?

Again, I am a general public, I don’t have any visibility of what is going on in the green room,
but I am sure we are not doing enough to see our country gallivant in the global map of the game we are so very fond of; we do not see any discussion on this, we do not have any systemic thinking either keeping the painful global absence as the problem map. Sad, very sad. Why aren’t the experts brainstorming enough on the subject? Why? Why? Why?

Not to forget that the FIFA world cup this year (21 November to 18 December) is the first to be ever played in Qatar, an Arab country, and will be the second World cup to be played entirely in Asia.

The real issue

What is the real issue? Funding for sure is not, crores of supporters will be more than willing to contribute to this noble cause. If it is training, we can hire the best of trainers to train the young legs and the minds. If it is corruption and politics, we could have some strategies to cope with this too, can’t we?

Let’s go for the common goal

What is your number?

1.     Goalkeeper

2.     Right fullback

3.     Left fullback

4.     Center-back

5.     Sweeper

6.     Defending / Holding Midfielder

7.     Right midfielder / Winger

8.     Central midfielder

9.     Striker

10.  Attacking midfielder

11.  Left midfielder

[Source: click here]

The whole process and its effort are so engaging that if we went all out to strengthen our weaknesses, we could see our country enter the FIFA world cup in 2026! Let’s make this our common goal and go for it.

 

ফুটবলের বিশ্ব মানচিত্রে ভারত

 

Google images






বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।

যেখানে যত ফুটবল প্রেমিক আছ তা

আওয়াজ তোলো দিকে দিকে সব্বাই, 
ফুটবলে আমরা বিশ্বের মানচিত্রে  
আমাদের ভারতবর্ষ-কে দেখতে চাই।

বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।

আমাদের জনসংখ্যায় যুবকেরা একাকার
এর মধ্যে কয়েকজন মাত্র তুখোড় খেলোয়াড়,
তাও কেন আমরা করতে পারিনা তৈয়ার?

বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।

'
বল বল বল সবে' ভারতবর্ষ কবে
ফুটবলের জগতে সসম্মানে তার
প্রবেশপত্রটি পাবে? ‘নবদিনমনি উদিবে'
নিশ্চয় ফুটবলের এই  মনোরম পুরবে!

বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।

ফুটবল প্রেমিকের দল, তোরা চিৎকার করে বল
আমরা চাই জোয়ান ভারতকে দেখতে,
অলিম্পিকের ময়দানে দাপিয়ে ফুটবল খেলতে,
আমরা দেখতে চাই তাদের খেলার মাঠে
এদিক ওদিক ছুটে ছুটে গোল করতে।

বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।

বল আমাদের ওহে ভগবান, অলিম্পিক ফুটবলে কবে
আদরের ভারতের গর্বিত পতাকা স্হাপিত হবে
গাইব কবে সবাই মিলে জাতীয় সঙ্গীতের জয়গান,
এ মহাযজ্ঞে কবে পাব মোরা আমাদের যোগ্যতম স্থান ।

বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।

Sunday, April 10, 2022

সর্বক্ষণ

 

ফুল, ফল, প্রজাপতি, মৌমাছি, 

আমি এসবের মধ্যেই আছি

চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহতারা,

আমি তাদেরই মধ্যে হই হারা

পাহাড়, সমুদ্র, নদীনালা, পুকুর

এদের নেশাতেই আমি ভরপুর

ঊষা, গোধূলি, সকাল, সন্ধ্যায়

আমার দিনরাত আনন্দে আসে যায়। 


যদি কখনও কারো কোনও

কাজে আসতে পারি

তবে তাদের জন্য

মনপ্রাণ দিয়ে যেন 

তোমারই কাছে প্রার্থনা করি, 

'আমি করছি' এ মূঢ় অহংকার

সমূলে যেন তা করি গো সংহার। 


পশুপাখি, গাছপালা রকমারি

এদের সাথেই যেন থেকে যেতে পারি। 

মানুষের সাথে, মানুষের পাশে

যখনই থাকবে আমার দেহমন

তাদের মধ্যে তোমাকেই

যেন দেখি সর্বক্ষণ। 


Wednesday, April 6, 2022

the moving ants

 


with teamwork,
we can carry the world
on our shoulders,
ants, or elephants

Friday, April 1, 2022

Another Mariupol

Mariupol
my heart bleeds,
lifelessness
sounds hard,
wait
you'll come back
alive, thanks to your
resilience,

I'd never ever want this
horrid scene to replay
on any stage,
so
I'd not blame one
country alone,
for if I do,
the curse in vain
will befall
again;

in another unfortunate
zone now standing tall,
there'll be another
Mariupol,

Mariupol,
will anyone question
how this happened,
who is responsible
for this,
is it one single
bad apple that had 
ruined the bar,
or are there other
stars too,
notoriously
networking a toxic
oligopoly,

if we didn't bring all
the cards to the
table, and overhauled
the reasons, then the
nefarious act to overpower
the global wherewithal
would see another
Mariupol,

Mariupol
is a reality, the vast
diaspora of soldiers,
people, refugees
die, flee, and cry
on the real ground,
it's not an orchestrated
sinfonietta
negotiated at the opera
if at all,
scaffolding another
Mariupol,

if you asked all
the leaders of the
countries to come
on to the field
as commoners,
as residents
of the planet,
they'd willingly yield,
none would defend
their stances,
some
would throw up 
that disastrously negative
and terrifying opium,
the one that for years
had intoxicated them
in a self-defeating entente,
they'd delete the playbook,
discard the game, and
join the peoples
of the world,
weep in unison
for the departed
souls,

'they' would reappear
as 'we', on the dais

the refrain would play
on the theatre hall,
we'd all sing along

we don't want the
repetition of another
Mariupol 


written by a second language writer from a third world country