ফুল, ফল, প্রজাপতি, মৌমাছি,
আমি এসবের মধ্যেই আছি
চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহতারা,
আমি তাদেরই মধ্যে হই হারা
পাহাড়, সমুদ্র, নদীনালা, পুকুর
এদের নেশাতেই আমি ভরপুর
ঊষা, গোধূলি, সকাল, সন্ধ্যায়
আমার দিনরাত আনন্দে আসে যায়।
যদি কখনও কারো কোনও
কাজে আসতে পারি
তবে তাদের জন্য
মনপ্রাণ দিয়ে যেন
তোমারই কাছে প্রার্থনা করি,
'আমি করছি' এ মূঢ় অহংকার
সমূলে যেন তা করি গো সংহার।
পশুপাখি, গাছপালা রকমারি
এদের সাথেই যেন থেকে যেতে পারি।
মানুষের সাথে, মানুষের পাশে
যখনই থাকবে আমার দেহমন
তাদের মধ্যে তোমাকেই
যেন দেখি সর্বক্ষণ।
No comments:
Post a Comment