Google images |
বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।
যেখানে যত ফুটবল প্রেমিক আছ তাই
আওয়াজ তোলো দিকে দিকে সব্বাই,
ফুটবলে আমরা বিশ্বের মানচিত্রে
আমাদের ভারতবর্ষ-কে দেখতে চাই।
বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।
আমাদের জনসংখ্যায় যুবকেরা একাকার
এর মধ্যে কয়েকজন মাত্র তুখোড় খেলোয়াড়,
তাও কেন আমরা করতে পারিনা তৈয়ার?
বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।
'বল বল বল সবে' ভারতবর্ষ কবে
ফুটবলের জগতে সসম্মানে তার
প্রবেশপত্রটি পাবে? ‘নবদিনমনি উদিবে'
নিশ্চয় ফুটবলের এই মনোরম পুরবে!
বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।
ফুটবল প্রেমিকের দল, তোরা চিৎকার করে বল
আমরা চাই জোয়ান ভারতকে দেখতে,
অলিম্পিকের ময়দানে দাপিয়ে ফুটবল খেলতে,
আমরা দেখতে চাই তাদের খেলার মাঠে
এদিক ওদিক ছুটে ছুটে গোল করতে।
বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।
বল আমাদের ওহে ভগবান, অলিম্পিক ফুটবলে কবে
আদরের ভারতের গর্বিত পতাকা স্হাপিত হবে
গাইব কবে সবাই মিলে জাতীয় সঙ্গীতের জয়গান,
এ মহাযজ্ঞে কবে পাব মোরা আমাদের যোগ্যতম স্থান ।
বল ফুটবল, আরো ফুটবল মোরা চাই
অলিম্পিকে ভারতকে যে নামতেই হবে ভাই।
No comments:
Post a Comment