Wednesday, May 8, 2013

অন্ধ


অন্ধ

অন্ধকারের মধ্যেখানে
নেইকো কোন ভয়,
সুখ শান্তি ভালবাসার
শক্তি বিনিময় ৷

আমরা সবাই আলো এলে
আনন্দেতে হাসি,
দেখে শুনে চক্ষু মেলে
অন্ধ হ’য়ে ফাঁসি ৷

আঁধার হ’লে সারা ভূবন
যায় যে মিলে মিশে
আলোর ঘায়ে মরিয়া মন
ভরিয়ে ফেলি বিশে ৷

অন্ধকারে ঝগড়াঝাটি
মাটি হ’য়ে যায়,
তবু মোদের চোখের খিদে
আলোর পিছু ধায় ৷

No comments:

Post a Comment