Friday, March 23, 2012

মনের ক্ষেত

মনের ক্ষেত

কত নিবি কত দিবি
কিকী হ’লে কত হবে
এই নিয়ে ভাবাভাবি
কতশত বকাবকি
ডাকাডাকি চোখাচোখি

হিজিবিজি লেখালেখি
একেবারে হাবিজাবি
কথা তোর মুখে রাখ
ভাবা তোর মুছে যাক
দেওয়া পাওয়া নিয়ে তোর
মন হয় ছারখার ছাড়ে নাযে চীৎকার
বিকেল হ’য়ে আসে ভোর

ছুড়ো থেকে বুড়ো হ’স
মন তবু বুনো মোষ
কেঁদে যাস বারো মাস
তাও সবি খেতে চাস
ঝাল ঝোল মেখে খাস
বয়সের গাছ ডিল
থাকে না যে মুশকিল
তাও আজো জিভে জল
লোভী পেটে অম্বল

ভর পেট হাঁসিতে
সুর তোল বাঁশিতে
মানে খোঁজা ছেড়ে দে
বেঁচে থাক দিন ভোর
মন প্রাণ খোলা থাক
পেয়ে যাবি লিখে রাখ
চকচকে সে পাথর
ঘ’সলেই চমকাবি
যত আছে প্রশ্ন আর হিজিবিজি হাবিজাবি
একদিন দেখে নিবি ক’রে সব ধুত্তোর
মুছে গেছে সবটাই রেখে তোর উত্তর

5 comments:

  1. you should write more...Anindita

    ReplyDelete
  2. Amar naam Anirban...tomar sathhe alaap hoechhilo kobita pakhhik-e...you were trying to publish your book, a collection of poems and so was I. Please send me your details, we can connect. By the way...both the poems are strong and the flow is bhison bhalo....

    ReplyDelete
    Replies
    1. Hi Anirban!!! Kemon achho? Nishchoi...tomar fb'r naam ki janio..tomar kono blog thhakle portam...khub bhalo laglo tomar khhonj peye...

      Delete
    2. Sorry...amar fb account hochhe supratik sen bole type koro taholei hobe..r noito supratiksen1@gmail.com

      Delete