Tuesday, July 1, 2025

some small poems

 

some small poems
good and bad
happy, sad
thoughts aligned
outlined, some out of line
moments of nature
nurture and torture

golden rays emerge, 
kissing the sleeping
earth
with warm light, 
dreams dawn in
the awakening

green leaper on
reeds, 

rippling ponds
in evening light, 

nature's quiet song

sparrows dust wash
calling the clouds
earth's bath to start
soon

redolence of the
petrichor

tender pitter-patter
hope in the minds
of the farmers

smiles 

kolkata
a city of violation
a garb, a garment
in the guise of a
city of joy
girls, ladies, older
women, none escape
male guage, their
ruthless rage
---

দুঃখের সাথে যুদ্ধ কর

জেনো সবার কাছেই আছে
কান্না দুঃখ ভুরি ভুরি
আমরা সবাই কম বেশি ভাই
দুঃখ নিয়েই ঘুরি ফিরি 

বেকার থাকার দুঃখ যেমন
অপিসেতেও দুঃখ তেমন
সবার সঙ্গে মারামারি
জেতা হারার মহামারী
মনটা যে তাই বিষন্নতায়
দিনে রাতে কেঁদে কাটায়

আবার দেখো যেমন কারুর
একা থাকার দুঃখ বেজায়
সবার মাঝে থাকে যে জন
সেও দুঃখেই সময় কাটায় 

ধনী গরিব হও না যতই 
জয়ী কিংবা পরাজয়ী
দুঃখের থেকে ছাড়া পায়না
এদের সবার মধ্যে কেউই

তাই দুঃখ দুঃখ করে তোমরা
বৃথাই জীবন নষ্ট কর
সবাই আমরা দুঃখেই আছি
এর থেকে নাই সত্য বড়

   একটু দূরে সরে যদি
জীবনটাকে দেখতে পার
আনন্দে মন উঠবে ভরে
দুঃখের সাথে যুদ্ধ করে

সকাল সন্ধ্যা প্রাতে ভোরে
আলোয় রাতের অন্ধকারে
দুঃখের সাথে যুদ্ধ কর
দুঃখের সাথে যুদ্ধ কর