দয়াল গড়ে দেহ
মোদের, আমরা গড়ি বাসা,
সারা জীবন ধইরা খুঁজি
ব্যর্থ ভালোবাসা।
যত মোদের হিংসা, নেশা,
চাহিদা আর আশা,
সবই চাওয়া পরের কাছে
ভিক্ষে সর্বনাশা।
যার থেকে সুখ চাই যে মোরা
সেও তো সুখই চায়,
বৃথাই থাকি ফেলফ্যালাইয়া
সময় বইয়া যায়।
যদি একটু দেহের মাঝে
দয়ালেরে খুঁজি,
দেখুম তবে মনের ভিতর
বসত করে কাজি।
স্বার্থক হবে বাঁচা তবেই
স্বস্তি পাবে দেহ,
সকাল সাঁঝে উঠবে ভোরে
অফুরন্ত স্নেহ।
অনেক দিন থহেই ইস্সা আসিল আমাগো ভাষায় একখান কবিতা লিখুম, হেই লিখসি। আগাসা পোলাপান গুলা আমাগো আবার জ্যালে না পুইরা থোয়।
No comments:
Post a Comment