Monday, July 28, 2025

সিটি অফ ভয়

সিটি অফ জয় যে হলো
সিটি অফ ভয়, হেথায় 
মারামারির হাওয়া শুধু   
অহর্নিশি বয়।  

মা ছেলেকে জানে মারে
ছেলে মা কে পুড়িয়ে মেরে
রাজ্য করে জয়
সিটি হলো ভয়ঙ্কর এক
ভীষণ জ্বালাময়।  

নেতারা সব ফুটপাতে তে
মাথার ঘামটি পায়ে ফেলে
হাঁটছে দেখো দিনে রাতে
কে কত ভোট ছাব্বিশেতে
ভাবছে করবে জয়।   

জনতার প্রাণ ওষ্ঠাগত
দ্বিধা  আর সংশয়
রক্তবন্যা বয়েই চলে
সহ্য না আর হয়।  

রেপ খুন আর ভ্রষ্টাচারে
বাংলা হলো ক্ষয়
শিক্ষা চাকরি চুলোয় গেছে
বোবা হয়ে তারা এখন 
ঘুঁষের ভাষা কয় 
ভালো যা সব অপাঙতেয়
অচল হয়েই রয়। 

এই নাকি দেশ রবি ঠাকুরের
বিদ্যাসাগর, রামকৃষ্ণের
বিবাদী সব বিপ্লবীদের
বিবেকানন্দ, নেতাজিদের
এখানেতেই মনীষীরা
তাদের জ্ঞানের আলোকেতে
করত আলোকময়
বাংলা ছিল সবার সেরা
কাঙাল দেখো এখন তারা 
ভাবতে লজ্জা হয়।  

সিটি অফ জয় যে হলো
সিটি অফ ভয়, হেথায়
মারামারির হাওয়া শুধু   
অহর্নিশি বয়।  

No comments:

Post a Comment