In politics, every party,
the capitalist, the socialist,
in private, or in public
has copied their modus
operandi and et al
from the Das Kapital.
A mystery. The world harks.
Full marks to Marx.
A space where eco-socio-political views are shared with love, compassion. Peace, above everything else.
In politics, every party,
the capitalist, the socialist,
in private, or in public
has copied their modus
operandi and et al
from the Das Kapital.
A mystery. The world harks.
Full marks to Marx.
আমি দেখতে পাই না
সমুদ্রের গর্জন তবু অনুভব
করি আমার ক্লান্ত পায়ে
আছড়ে পড়া সতেজ ঢেউ
আমি দেখতে পাই না
কঠোর পর্বতে উঠছি
কিন্তু অক্লেশে করি জয়
মনের অজেয় হিমালয়
আমি দেখি, শুধু দেখি
যুদ্ধ আমার চারপাশের
জগতে যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ,
কিন্তু চোখ বুঝলেই
কল্পনার পৃথিবীতে
অনুভব করি শান্তির
আলিঙ্গন, উষ্ণ বন্ধুত্ব
I cannot see the
roaring sea
but I can feel
the fresh waves
kissing my feet
in ecstasy
I cannot climb
the stiffest mountain
but I mount it in
my fantasy
I can see war
only war in the
world around me
but I imagine the
moving planet
with warmth
affection
camaraderie
প্রতিদিন সকালে উঠে
নিজের মৃত্যু উঠুক ফুটে
আমার সজল চোখে।
আমার এই দেহ মিলিয়ে
যাচ্ছে পরম শান্তির আলয়ে
এই চিন্তা আমার হৃদয়ে মুখে
আনবে চরম সত্যের স্বস্তি,
পাবো জীবনের তৃপ্তি।
কিছু করতে পারার গর্ব
বা কোনকিছু থাকার অহংকার
অথবা না করতে পারার,
কিংবা না থাকার গ্লানি
মুছে যাবে, হবে একাকার
জ্বলে যাবে যত হয়রানি
ছাই হবে নিখিলের ভবে
একই সাথে, একই ভাবে।
কোনো কটুকথা, অসৎ নির্দয়
কাজের আগে
আমার মৃত্যুর সচেতনতা
আমার মনে যেন সর্বাগ্রে
উঠে জাগে।
জীবনের বিভিন্ন বন্ধন
যত আনন্দ, উষ্ণ আলিঙ্গন
হোক উপভোগ্য মৃত্যুর জয়গানে
আমার আবাসে বাগানে।
যত কুকর্ম, শত্রুরা যত সব
পালাক দেখে আমার অসাড় শব।
মৃত্যু সত্য, সত্য মৃত্যু
মৃত্যু মিত্র, মৃত্যু বন্ধু
এই মন্ত্র যেন না ভুলি কোনদিন
জীবনের কাছে এ যে জীবনেরই ঋণ।
সমুদ্রের ঢেউ
বৃথা কথা, আস্ফালন
সৌন্দর্যের গাথা নিয়ে
সাগরের বিরুদ্ধে
অরণ্যে রোদন।
অফুরন্ত জলরাশির
স্নেহ, অপর্যাপ্ত আদর
অগ্রাহ্য করে চলে
একঘেয়ে নানা কৌশলে
নোনা উদ্ধত জ্বলজ্বলে চিৎকার
সহস্র ফেনার বিষ
আছড়ে পড়ে পারে এসে
জল হয়ে যায়
অগণিত বার, তবু তারা
মানে না হার,
জন্ম মৃত্যু যে জলের বুকে
তাকেই ধ্বংস করার ব্যর্থ
প্রয়াস ম্লান হয় বারংবার।
যুদ্ধ চলে প্রতি পলে
গ্রহতারা সাক্ষী থাকে
দিনরাত দিনে রাতে
বিকেলে সন্ধ্যায়
দুপুরে গোধূলি ঊষায়
আলোতে অন্ধকারে।
চাইছি আমরা শান্তি তবু করছি খালি যুদ্ধ
মনে মুখে কালি মেখে চাইছি হতে শুদ্ধ
পাগল হয়ে ঘুরছি খালি এখান থেকে ওখান
ক্লান্তি, ক্ষিদেয় মরেই শুধু হচ্ছি যে খান খান।
অস্ত্রশস্ত্র কথার মতোই করছে বড় শব্দ
মিথ্যা বুলির মিথ্যা গুলি যাচ্ছে করে জব্দ
স্বস্তি পাবার যো নেই এই কেনাবেচার হাটে
জীবনগুলি দুঃখে একাই যাচ্ছে মারা মাঠে।
বিজ্ঞান আজ করছে দেখ কত কিছুই জয়
রকমারি উপকার আর কত না বিস্ময়
দূরীভূত হচ্ছে কত অসংখ্য সংশয়
তবুও আছে মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়।
বিশ্বটা আজ মারামারি ভুলবোঝার-ই শিকার
মরছি আমরা ভয়ের চোটেই করছি হাহাকার
যুদ্ধ করে শান্তি যদি আসতো সত্যি সত্যি
ভ্রান্ত শান্তি খোঁজার তবে হতো যে নিষ্পত্তি।
We're all travellers looking for a permanent space in the world, our caravan.
If this had a perduring imprint in our minds
right from our childhood days in schools, we'd have peace in this moving place.
Why schools!
Well, since they are the ones that churn the indignant fools.
The only confrontation the world faces today is education.
Then we'd remain unlettered? Is that what you're trying to say! Perhaps yes, perhaps no, I don't know, but from learnings, we've sadly delivered more cons than pros.
The caravan is overburdened with ignorant knowledge, damaging scriptures than with anything else.
এমন একদিন আসবেই
আসবে
যেদিন সব সৈনিক
ধ্বংসের অস্ত্র বিসর্জন দিয়ে
সৃষ্টির অস্ত্র হাতে
তুলে নেবে।
এমন একদিন আসবেই আসবে।
তারা শুধু একটি ক্ষুদ্র দেশের
নয়, সমস্ত পৃথিবীর রক্ষা করবে
তাদের সুঠাম দেহের ও
তীক্ষ্ণ কৌশল
শিক্ষার বলে।
ভূমিকম্প, বন্যা, ঝড়, মহামারী,
শিশুপাচার, ধর্ষণ, দাবানল
আরও সব ভয়াবহ
দুর্যোগের
বিরুদ্ধে রুখে
দাঁড়াবে তারা।
তারা তাদেরই
প্রতিচ্ছবিকে প্রহার
করে আর নরখাদক হবে
না,
একথা তারা তাদের
নিজেদের
দেশের নেতাদের
জানিয়ে দেবে,
দেবেই দেবে।
হতবাক সবাই। এ কি করে সম্ভব
হবে! যুদ্ধ হবেনা? এত অস্ত্রসস্ত্র,
মাঠে মারা যাবে?
কেন? ওই সব ভয়ংকর অস্ত্রশস্ত্র
থাকবে বন্দি যাদুঘরে থরে থরে
‘ডু নট টাচ’
লেখা কাঁচের খাঁচায়।
আগামী প্রজন্ম এসে দেখবে আর
জানবে
আমরা কী ভুল করেছি!
নিজেরাই নিজেদের ধ্বংস করেছি।
…
ওই দেখ,
অনেক অনেক বছর পর
কি বলছে ঐ শিশুটি তার মাকে!
“মা,
কি
করে এটা সম্ভব হত!
শিক্ষিত
মানুষেরা এ সব তৈরী
করে কেনাবেচা করত, নিজেরা
নিজেদের
মারবে বলে? কি ভাবে
কোন কায়দায় খুন করবে বলে?!”
“হ্যাঁ
বাবা, ঐ ঘরে চল আরো
আশ্চর্য হবে,”!
মা
নিয়ে যাচ্ছে দেখ তার শিশুকে
পাশের ঘরে, সন্তান দেখে হতবাক!
খেলনা বন্ধুকে , আর নানারকম খেলনা
মারণাস্ত্রে ভর্তি সেই ঘর! সে জানলো
যে এক সময় নাকি এই খেলনার
সংখ্যা আসল অস্ত্রের থেকে শতগুন
বেশি ছিল!
এ সব মনগড়া কথা গল্পের গরু
তোমার!
না না না এক সময় তোমরা
বাসেট্র্যামে সিগারেট খেতে না?
খেতাম!
তাতে কি?
তখন
ভেবেছিলে একটা দিন
আসবে যখন আর পাবলিক
প্লেস-এ ধূমপান করতে পারবে
না?
হা! হা! হা!
কিসের সাথে কিসের
তুলনা করছো হে মূর্খ কবি?
আমরা
যুগযুগ ধরে যুদ্ধ শিখে,
শিখিয়ে
এসেছি, আমাদের প্রতিটি
ধর্মেই ত কমবেশি যুদ্ধের অনুমতি
আছে, তবে?
হ্যাঁ ! হ্যাঁ ! হ্যাঁ ! কিন্তু সে যুদ্ধ
এই যুদ্ধ নয় তাই যদি হয় তো
দেখ কোনো না কোনো একদিন
মানুষ ধর্মগ্রন্থের প্রকৃত অর্থ বুঝে
সম্পূর্ণ ভাবে অস্ত্র বিসর্জন দেবে।
দেবেই দেবে। এমন একদিন হবে।
হবেই হবে।
হা হা হা, ওই 'We shall
overcome?'
কখনও 'We have
overcome?' হবেনা!
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হবেই হবে, এমন একদিন
আসলো বলে, আসবেই
আসবে!
Five ferocious
Flibbertigibbets
VictimizEd,
InadequatEd,
ComplexEd,
EnfeeblEd,
DisequilibriumEd,
Ruling the Earth,
Running the World.
while the six sparkling stars,
sun, universe,
moon, mountains,
oceans, Nature
unable to signal them,
say, oh heavens,
the notoriously unguided intelligent,
shamelessly armed nincompoops,
childishly educated,
Rexes cause us Rhexis,
camouflage behind
Their Ps and Qs
paint spurious hues
play with them
warring with words
ruining the world,
wrecking the planet blue.
Years of civilization
education, newer technologies
development, success stories
abound, creative ways of
copulation,
water under the bridge
…
humankind
swimming in the desert
of lovelessness
…
wonder how could we
not have learned to
love; how it’d never been
our cup of tea though
the erudite world
talks, writes,
sings about it for free
…
perennial kindness
flows like water, air,
light; pristine sunshine,
twinkling stars
moonlit nights
…
colors of unlikeness,
in dresses, appearances,
in that of senses… gaps
highlighted for ages
abandoned us to pieces
craving for power and might
greying, not growing
in black and white.