Wednesday, November 27, 2024

নিরুদ্দেশ






অভয়া হারিয়ে গেল।
বিচার পেলো না।

কিছুদিন পর ছাড়া
পাবে যত অন্যায়।

চ্যানেলে, সংবাদে অন্য
কথা, অন্য গান
তোমার চিৎকার, আর্তনাদ
বোবা স্বরলিপি।

তৈরি হও, লাইনে দাঁড়াও
পরের অভয়ারা, তোমাদের
গালভরা নাম নিয়ে
লাইনে দাঁড়াও।

তোমার উদ্দেশ্য ফুরিয়েছে।
তুমি হারিয়ে গেছো
তোমার সাথে হারিয়েছে
যত নিদারুণ দুঃখ ক্লেশ
তোমায় খুঁজে পাওয়া
যাচ্ছ না, হাহাকার করছে
দেশবাসী,‌ তাদের হয়রানির
একশেষ, তুমি যথারীতি
আবার নিরুদ্দেশ। 

No comments:

Post a Comment