Sunday, February 25, 2024

Leaders, lead us to peace



Leaders, we know the burden
you carry on your shoulders.

Plead you to unite, the power holders
for you are the real caregivers
you are the real caretakers.


Give us peace, please
resolve all your differences,
end your meaningless conflicts.


Despite the growth, this war is killing
all of us, from the bottom of our hearts

we'd like to get rid of this virus.

Regardless of all the technological,
financial developments
your expensive feuds, a white elephant;
working in tandem would
be your greatest achievement. 

Good souls! End this self-defeating battle
forever, give respite to all your followers,
we fall at your feet, oh dear leaders,
work together, work together, work together.

Saturday, February 3, 2024

আর কতদিন বাকি



আসবে একগুচ্ছ ভালোবাসা।
বিশাল অট্টালিকা
 তৈরি হচ্ছে,
তার মধ্যে ছোট বড় ফ্ল্যাট
কিছুদিন আর বাকি

অনেক পরিবার আসবে
তাদের রঙ্গীন স্বপ্ন নিয়ে,
তাদের হাসি কান্নার গল্প
দিয়ে ভরিয়ে ফেলবে এই
সিমেন্টের প্রাঙ্গণ;
বারান্দায় কাপড়চোপড় ঝুলবে,
রান্নাঘরের বিবিধ গন্ধে
ভরে উঠবে এই হাইরাইজ
কিছুদিন আর বাকি

মাঝেমাঝেই ভাবি মালিকেরা

এসে কিংবা ফোনে জিজ্ঞাসা
করে প্রমোটরদের
,
'
দাদাআর কতদিন বাকি?'

আজানেরশঙ্খের আওয়াজ
আসবে এই বহুতল
থেকেই, ছেলেমেয়েদের খেলাধুলা,
ইস্কুলে যাওয়া আসা
বাবা মায়ের গল্পতাদের
ইএমআইয়ের দুশ্চিন্তা,
দাদু দিদাদের আড্ডাওয়াকার
নিয়ে হাঁটাহাঁটিছোটদের ছোটাছুটি
সকালবেলার খোলা হাঁসির এক্সারসাইজে
গমগম করবে এই গেটেড কমিউনিটি
কিছুদিন আর বাকি

কাজ হচ্ছে জোরকদমে খুটখাট আওয়াজ,
ইট ধূলোবালি দিয়ে ভর্তি হয়ে আছে
আগামী দিনের বহু সংসারের বাসা
বহুজন বহুমত গরমিল মিলেমিশে
হবে অচিরেই সাবলীল
কিছুদিন আর বাকি

এই সুবিশাল অট্টালিকারা
সব যেন একেকটা দেশ
থাকে খুটখাট মনোমালিন্য
ও মিলনের সমাবেশ; সারা পৃথিবী
যদি এমনভাবে থাকত, তবে হতো বেশ
কে জানে  কতদিন আর বাকি....