Wednesday, November 29, 2023

What's in a game

Tug of war

What a beautiful game
with a horrid name
tug of war

we see here
winners fall first
flat on the ground
losing their balance
heaven bless them
everyone upon each other
borders, sides disappear

A tug of peace if it were to
be renamed
it would alas miss
the buzz of entertainment

Combat sports

players hitting each other
bleeding to death
the audience applauding
a nail-biting finish
the crowd’s out of breath

flashback
the slave fighting the beast
high-strung spectators
watching Spartacus
entertain us, kill or die

to say the least  

Thursday, November 23, 2023

In the interest of things

I want to live in a world where
every country safeguards
the interest of their neighbours,
helps them flourish and nourish
a fresh style of life to cherish.

I want to live in a world where
those deadly arms and weapons
unfortunately marketed,
manufactured, are preserved
in the museums with a tag
'do not touch' for the children
of the future generations.

I want to live in a world where
money is not wasted on security,
where leaders move as freely
as the commoners, where nitwits
sponsored are liberated to enjoy lives
with their friends, and families.

I want to live in a world where
soldiers fight against the force majeure
where the blue-eyed fighters 
in the interest of things, protect
the flora and the fauna with skill,
not slay and kill human beings.

I want to live in a world where
opulence speaks, poverty leaves
where wars, warfare, battles don't live,
where freedom heaves a sigh of relief.

Oh science, invent technologies
to make this happen for that
would be the truest development
under the tired firmament,  

Oh defenders of arts, cultures, painters, thinkers
poets, dancers, musicians, singers, writers, and authors,
imprint peace in the minds of the
sad, despondent, dwellers
for that would be the texts to prevent
the men, women, children
of our only beautiful blue planet,

Oh religious and political leaders
theists, atheists of the village
change your scripts and scriptures
for that would be the real privilege,
a calling to respond as the saviour,
for that’s who you truly are
to rejuvenate the patient, a moving star.

In the interest of things,
for the sake of all sentient beings
I want to live in a world
where peace isn’t just a word.

Das Kapital


In politics, every party, 

the capitalist, the socialist, 

in private, or in public 

has copied their modus

operandi and et al 

from the Das Kapital.

A mystery. The world harks.


Full marks to Marx. 


কল্পনাই বাস্তব

 আমি দেখতে পাই না

সমুদ্রের গর্জন তবু অনুভব 

করি আমার ক্লান্ত পায়ে

আছড়ে পড়া সতেজ ঢেউ 


আমি দেখতে পাই না 

কঠোর পর্বতে উঠছি 

কিন্তু অক্লেশে করি জয়

মনের অজেয় হিমালয় 


আমি দেখি, শুধু দেখি

যুদ্ধ আমার চারপাশের

জগতে যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ, 

কিন্তু চোখ বুঝলেই 

কল্পনার পৃথিবীতে 

অনুভব করি শান্তির 

আলিঙ্গন, উষ্ণ বন্ধুত্ব 

Wednesday, November 22, 2023

In between

I cannot see the 

roaring sea

but I can feel 

the fresh waves 

kissing my feet

in ecstasy


I cannot climb 

the stiffest mountain

but I mount it in 

my fantasy


I can see war 

only war in the 

world around me

but I imagine the 

moving planet 

with warmth 

affection 

camaraderie 

Friday, November 17, 2023

জীবনের ঋণ

প্রতিদিন সকালে উঠে

নিজের মৃত্যু উঠুক ফুটে

আমার সজল চোখে।

আমার এই দেহ মিলিয়ে

যাচ্ছে পরম শান্তির আলয়ে

এই চিন্তা আমার হৃদয়ে মুখে

আনবে চরম সত্যের স্বস্তি,

পাবো জীবনের তৃপ্তি।


কিছু করতে পারার গর্ব

বা কোনকিছু থাকার অহংকার

অথবা না করতে পারার,

কিংবা না থাকার গ্লানি

মুছে যাবে, হবে একাকার

জ্বলে যাবে যত হয়রানি

ছাই হবে নিখিলের ভবে 

একই সাথে, একই ভাবে।


কোনো কটুকথা, অসৎ নির্দয় 

কাজের আগে 

আমার মৃত্যুর সচেতনতা

আমার মনে যেন সর্বাগ্রে

উঠে জাগে।


জীবনের বিভিন্ন বন্ধন 

যত আনন্দ, উষ্ণ আলিঙ্গন

হোক উপভোগ্য মৃত্যুর জয়গানে

আমার আবাসে বাগানে।

যত কুকর্ম, শত্রুরা যত সব

পালাক দেখে আমার অসাড় শব।


মৃত্যু সত্য, সত্য মৃত্যু

মৃত্যু মিত্র, মৃত্যু বন্ধু

এই মন্ত্র যেন না ভুলি কোনদিন

জীবনের কাছে এ যে জীবনেরই ঋণ।


Thursday, November 9, 2023

আলোর অন্ধকারে


সমুদ্রের ঢেউ

বৃথা কথা, আস্ফালন

সৌন্দর্যের গাথা নিয়ে 

সাগরের বিরুদ্ধে

অরণ্যে রোদন।


অফুরন্ত জলরাশির

স্নেহ, অপর্যাপ্ত আদর 

অগ্রাহ্য করে চলে

একঘেয়ে নানা কৌশলে 

নোনা উদ্ধত জ্বলজ্বলে চিৎকার 

সহস্র ফেনার বিষ 

আছড়ে পড়ে পারে এসে 

জল হয়ে যায় 

অগণিত বার, তবু তারা 

মানে না হার,

জন্ম মৃত্যু যে জলের বুকে

তাকেই ধ্বংস করার ব্যর্থ

প্রয়াস ম্লান হয় বারংবার।


যুদ্ধ চলে প্রতি পলে 

গ্রহতারা সাক্ষী থাকে 

দিনরাত দিনে রাতে 

বিকেলে সন্ধ্যায়

দুপুরে গোধূলি ঊষায়

আলোতে অন্ধকারে।

Monday, November 6, 2023

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ

 চাইছি আমরা শান্তি তবু করছি খালি যুদ্ধ 

মনে মুখে কালি মেখে চাইছি হতে শুদ্ধ 

পাগল হয়ে ঘুরছি খালি এখান থেকে ওখান 

ক্লান্তি, ক্ষিদেয় মরেই শুধু হচ্ছি যে খান খান।  


অস্ত্রশস্ত্র কথার মতোই করছে বড় শব্দ 

মিথ্যা বুলির মিথ্যা গুলি যাচ্ছে করে জব্দ 

স্বস্তি পাবার যো নেই এই কেনাবেচার হাটে

জীবনগুলি দুঃখে একাই যাচ্ছে মারা মাঠে। 


বিজ্ঞান আজ করছে দেখ কত কিছুই জয়  

রকমারি উপকার আর কত না বিস্ময়

দূরীভূত হচ্ছে কত অসংখ্য সংশয়  

তবুও আছে মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়।  


বিশ্বটা আজ মারামারি ভুলবোঝার-ই শিকার 

মরছি আমরা ভয়ের  চোটেই করছি হাহাকার 

যুদ্ধ করে শান্তি যদি আসতো সত্যি সত্যি 

ভ্রান্ত শান্তি খোঁজার তবে হতো যে নিষ্পত্তি।