Monday, September 25, 2023

চেতনা

 












প্রপিতামহ, পূর্বপুরুষ
কতজনই বা তাদের চিনি?
তারা কেমনভাবে জীবন
যাপন করতেন?
কতজনই বা জানি?

যাঁদের আজ নেই কোনও
হদিস, আমি কি তাঁদেরই
প্রতিচ্ছবি, প্রতিবিম্ব,
নাকি উত্তরসূরির অশনি
প্রতিধ্বনি?

কদিনের বাদুর ঝোলা
অতিথি আমরা। অতীতের
গহ্বরে প্রবেশ করতে চলেছি
আমরাও আমাদের অদৃশ্য
বংশের হাত ধরে।

আজ আমার বাড়ি গাড়ি তা হয়
ধ্বংস হবে, নয় তা ভোগ করবে
অজানা অচেনা কেউ। তাই নিয়ে
কিসের এত ভোগান্তি,
এত দুশ্চিন্তা, এত অশান্তি!

যা নিশ্চিহ্ন হয়ে যাবে কালের
অন্তরালে? ঝুলব ছবি হয়ে কিছুদিন
কারুর দেওয়ালে, পরে তাও যাবে
ঝরে অদেখা সকালে বিকালে।
তবে কেন এত মারামারি?

রেষারেষি কেন এত কাটাকাটি
হানাহানি দিবানিশি? জ্বালাও,
পোড়াও অহেতুক অনর্থক হিংসা
জাগাও শুধু এই চেতনার আলোছড়াও
এই নিগুঢ় শিক্ষা ইস্কুলে
, বিদ্যালয়ে,

মরুক চিরতরে মূর্খ যুদ্ধ সর্বনাশা,
বাঁচুক প্রেম, প্রীতি, বাঁচুক ভালোবাসা।
যে কদিন আছি, বাঁচি মিলেমিশে,
হেসেখেলে ঘুরেফিরে কাছে দূরে
হাতে হাত রেখে।

ছেলে মেয়ে মাতাপিতা
যত,
কালের আলিঙ্গনে হবে নিশ্চিত
নিহত। যতক্ষণ আছে শ্বাসপ্রশ্বাস,
ততক্ষণ থাকুক পরস্পরকে
ভালবেসে বসবাস। 

No comments:

Post a Comment