স্তব্ধ রও, চুপ করে যাও
চুপিসারে 'চৈতন্য হও'।
কথা হলো কলহ সমান
শুধু রেষারেষি, হলাহল পান
শব্দের ওপরে জ্ঞানের অধিষ্ঠান
ব্রহ্মের অমূল্য, অপরূপ স্হান,
ভয়, দ্বন্দ্ব, ঈর্ষা হবে নিশ্চিহ্ন, ম্লান
শান্তি নিশ্চিত, পাবে আলোর সন্ধান,
নিশ্চিন্ত হবে দেহ, মন, প্রাণ,
নিত্য কর পবিত্র নিঃশব্দ স্নান।
স্তব্ধ রও, চুপ করে যাও
ঠাকুরের কথামৃতের ধারায়
থাকো রসে বশে, উন্মত্ত নেশায়।
জর্জরিত কথার আবর্জনার বোঝায়
ক্ষতবিক্ষত তুমি কথায় কথায়,
তাকে তাই দিয়ে চিরবিদায়,
চির বিসর্জন, চুপিচুপি 'চৈতন্য হও'।
No comments:
Post a Comment