Friday, May 24, 2019

অহরহ দিবানিশি



তোমার থেকে আর
কিছুই চাইবার নেই আমার
আমি যে এখন অহরহ
দিবানিশি কেবল তোমাকেই চাই,
আমার মন, প্রাণ, দেহ
তোমাকেই দিলাম তাই।

এস এবার তুমি যে রূপে চাও
তোমার সব সাজই অনুপম
আমার আঁধার ঘুচিয়ে দাও,
আমার যত মিথ্যা
কলহ, বেদনা, বিরহ
মিলিয়ে দাও, মুছিয়ে দাও
এ কুটির তোমার অনর্গল
আলোর ধারায়,
তোমার পবিত্র ছোঁয়ায়
হোক সদানন্দময়, হোক মনোরম!
হে সচ্চিদানন্দ, তোমার ছায়ার
তলায়, অনায়াসে কাটুক
সব ক্লান্ত, উদ্ভ্রান্ত বিকর্ম আমার।

তোমার থেকে আর
কিছুই চাইবার নেই আমার
আমি যে এখন অহরহ
দিবানিশি কেবল তোমাকেই চাই,
আমার মন, প্রাণ, দেহ
তোমাকেই দিলাম তাই। 

No comments:

Post a Comment