Thursday, April 19, 2018

ভিতরে-বাইরে


বিরোধী আর দরদীর দ্বন্দ্ব
না পায় তালমিল, না পায় সুর ছন্দ
দ্বেষের মঞ্চে এই পালা চলে নিত্য
তবু সব্বাই কেঁদে খুঁজে ফিরি আনন্দ

একটু বাইরে সরে ভিতরে যদি তাকাই
জলের মতো স্বচ্ছ সরল হয় চারিপাশ
আকাশে বাতাসে আনন্দই শুধু পাই 
বেঁচে থাকি সুখে, মিলেমিশে করি বাস

Tuesday, April 17, 2018

রাজনীতির মহামিলন


দিদি আর মোদী
মিলেমিশে যদি
কাজ করতো তবে
ভারতের এই ভবে
আসতো জাগরণ আর শান্তি

হতো যথার্থ উন্নতি
বুদ্ধদেব, রাহুল গান্ধী
যদি মেলাতো হাত
হাসতো পর্বত অরণ্য নদী
ভারত করতো বাজিমাত
ধন্য হতো রাজনীতি

টনটনে টাকাকড়ি
নষ্ট হচ্ছে রোজ
মারামারি কামড়াকামড়ি
করে, অর্থ হচ্ছে নিখোঁজ

গণতন্ত্রের নেতারা
সবাই ভালোই করতে চায়
কাদা ছুড়তেই ব্যস্ত তারা
আমি আমি করে হয় দিন সারা
তাই পায় না খুঁজে উপায়

কিন্তু তবু যদি বলি
উপায় সহজ সরল আছে
থামাও ঝগড়াঝাটির বুলি
এসে এক ওপরের কাছে

ভারতবাসী দিকে দিকে
গণতন্ত্রের নামে
নেতাদের মিলিয়ে দিতে
পারেনা কি দেশে গ্রামে?

এই মহামিলনের ফলে
আসবে শান্তি শক্তি অর্থ
দেশ সত্যি উঠবে ভরে ফলে ফুলে
স্বস্তি পাবো সবাই, মলিন অতীত ভুলে
সার্ঙ্গ হবে ধরায় অনর্থ!

Monday, April 16, 2018

নতুন পয়লা বৈশাখ


প্রতিবারের মতোই পয়লা বৈশাখ এসেছে
আমাদের এই বাংলায়, আর পাশের বাংলাদেশে
কিন্তু এ যেন এক নতুন বছর, বড়ই নতুন সুর 
জলের মতো সহজ স্রোতে বাজছে সুমধুর!
গঙ্গা হেসে বলছে পদ্মাকে,
এবার বুঝি আমাদের এই সোনার বাংলাদেশ
পুরোনো চিন্তা ছেড়ে, নতুন সাজে সেজে
ভেঙে দেবে সব বেড়াজাল
পুরোনো বিদ্বেষ বিসর্জন দেবে সে যে
আমাদেরই বুকে!’

বাংলার যত অরণ্য, পাহাড় পর্বত
যত ধূলিকণা বাতাস, একই মাটির মাঝে
খুঁজে নেবে আজ তাদের হারিয়ে যাওয়া বিশ্বাস
সকল খেলায় কাজে
তাই সত্যি হাঁসি হাঁসছে আকাশ 
শোনা যাচ্ছে পাখিদের কিচিমিচি, কলরব উচ্ছাস
আজ সারা বাংলা জুড়ে আবার নতুন করে
আনোন্দোৎসব হচ্ছে প্রতি বাঙালির ঘরে

হ্যাঁ আজ পয়লা বৈশাখ,
একই রবির আলোঝলমল করছে দেখো
চারিদিক, একই রবি-নজরুল গানে গাইছে দেখো
বাঙালির আনন্দিত মন, হয়ে নির্ভীক প্রাণ
কেউ পড়ছে দেখো পবিত্র কোরান,
কেউ দিচ্ছে হুলুধ্বনি, বাজাচ্ছে কেউ শাঁখ
সারা বাংলা জুড়ে শুনি এ কী নতুন গান!

এ যেন এক ভিন্ন পরিবেশ
অনেক দিনের হারিয়ে যাওয়া
পুরোনো বাংলাদেশ

'ভালোবাসতে ভয় পায়না তারা
আর, অনেক দিন ধরে
ভাড়া করা ঝগড়া নিয়ে কেটেছে দিন
আর্তনাদ করে বহুকাল,
একই মা কে করেছে কাটাকাটি
তার বুকে ঝরিয়েছে রক্ত, চোখে জল
আজ দেখো, সেই জ্বলজ্বলে রাগ
কেমন জলাঞ্জলি দিয়েছে অকপটে
একই নদীর স্রোতে আমাদেরই তটে'
খিলখিলিয়ে বলছে গঙ্গা, পদ্মা বোনটিকে  
'পুরোনো অভিমান, দেখো ভিজে জল হয়েছে কেমন 
উঠেছে ফুটে ফুলের মতো বাঙালির সুধী মন!'

এ আজ কোন পয়লা বৈশাখ?
ভিতরে বাইরে ভাঙছে দেয়াল
এতদিন যা ইচ্ছে হয়ে লুকিয়ে ছিল
সব বাঙালির বুকে
সত্যি হয়ে বেরিয়ে এলো আজ
শুভদিনে, আত্মহারা সুখে

গাইছে দেখো সব বাঙালি হয়ে আকুল, হতবাক
এতদিনে এলো নতুন পয়লা বৈশাখ

Saturday, April 14, 2018

Mort d'un enfant


Death of a child

When I was a child, at school
I lost a perfumed eraser
green border on top
I cried for days.

Now I am losing my world
signing it off to destruction
life catapulted with weapons
graying the verdure
of being together
as friends, family, neighbors.

With painful words
adulterated actions
the infinite wide stage, not an eraser, is breaking apart wild
intelligently;
but I have learned to endure
now, I am an adult as far as I can see.
As a result, waters do not break
from the eyes, not a drop of tear
rolls down my cheek, and coagulate like a lake
or inundate like an overflowing river,
for long forlorn, the child
in me, went still and died.




Mort d'un enfant

Quand j'étais petit, à l'école
J'ai perdu une gomme parfumée
bordure verte sur le dessus
j'ai pleuré pendant des jours.

Maintenant, je perds mon monde
en signant la destruction
la vie catapultée avec des armes
faisant grisonner la verdure
d'être ensemble
comme amis, famille, voisins.

Avec des mots douloureux
des actions frelatées
le vaste monde brusquement sauvage
intelligemment;
mais j'ai appris à supporter
maintenant, je suis un adulte pour autant que je peux le voir.
En conséquence, les eaux  des yeux ne se brisent pas,
pas une chute de larmes
roule sur ma joue et se  coagule comme un lac
ou inonder tout comme une rivière débordante,
désespéré pour longtemps , l'enfant
en moi, se trouve immobile et mort.

Friday, April 13, 2018

Langue morte

Je veux dire ego en grec.
Israël, Syrie, Turquie
Russie, France, États-Unis,
Ne pas manquer leur chance !
Etant des marionnettes dans leur position,
aspirant pourtant aux mêmes dons
le bonheur, la croissance, le pouvoir et la paix.

Acheter, vendre fidèlement des armes
comme des pierres, jetées aux autres.
incapables de voir avec leurs yeux
verts de  colère, de jalousie
faisant grisonner la verdure,
leur bêtise se retournent contre eux
toutes les institutions de désarmement?
Que font-ils, les soldats volontaires inertes
sous leur propre firmament!

L'histoire montrera les ‘geeks’
la langue qu'ils sont voués à parler, de manière horrifique
est en train de tuer des cadavres vivants partout.
Si seulement ils pouvaient  propager
l'intelligence au lieu de la  terreur,
ils auraient pu se dispenser
de la conséquence désastreuse
de perdre des vies innocentes tout autour
en créant la pauvreté, des tremblements sur la terre.

Le monde traverse une crise,
désormais tous les pays du monde
devraient être submergés de honte
pour l'échec de quelques-uns
qu’ils se sentent responsables
au lieu de profiter du spectacle
dont les raisons ce 'je' ne sait pas
mais aidez-les pays ratés partout, de leur mieux
pensez à nouveau, repensez de nouveau
comment s'y prendre
trouver ensemble un moyen pour toujours
afin de mettre fin à ce jeu
égoïste, autodestructif.

Thursday, April 12, 2018

End of the matter


My closed window
has a dent;
winds of wars
seep through it
like sharp weapons
weeping, hissing.

What should I do!
Maya smiles
tearing me apart
she is winning!

I refuse to lose
I stretch my hand
place Maya
in the highest seat.
Nothing happens
I get blocked in me
like a lock, that’s lost its way
to the key.

I stare like a zombie.
But I don’t give up.
To Maya, I befriend
holdings hands, the window opens
dent stays
matter ends.

Death of a child


When I was a child,
in class five
I lost a perfumed eraser
green border on top
for days I cried.

Now I am losing my world
signing it off to destruction
life catapulted with weapons
graying the verdure
of being together
as friends, family, neighbors.

With painful words
adulterated actions
the wide world is breaking apart wild
intelligently;
but I have learned to endure
now, I am an adult as far as I can see.
As a result, waters do not break
from the eyes, not a drop of tear
rolls down my cheek, and coagulate like a lake
or inundate like an overflowing river,
for long forlorn, the child
in me, went still and died.

Tuesday, April 10, 2018

Dead language

I means ego in Greek.
Israel, Syria, Turkey
Russia, the US, France,
Not to miss their chance!
Being puppets to their stance,
yet, yearning for the same gifts
happiness, growth, power and peace.

Faithfully buying, selling weapons
like stones, pelting on others.
With their eyes, unable to see
green with anger, jealousy
graying the greenery,
their foolishness hitting back at them
all institutions of disarmament?
Inert volunteer soldiers
under their own firmament!

History will show the geeks
the language they’re inclined to speak
is killing and lying all over dead.
If only they could spread
instead of terrors, intelligence
they’d prevent themselves
from the dire consequence
of losing lives all around
creating poverty, tremor on the ground.

The world is going through a crisis,
now all the countries should
be overwhelmed with shame
for the failure of the few
instead of enjoying the show
whose reasons this 'I' doesn't know
but help them high and low
think afresh, think anew
find a way together for good
to put an end to this
self-destructive egoistic game.

Thursday, April 5, 2018

Flying tales


From my window I see
birds, as dots in the blue
like the letters, a,b,c
pets I possess on my keyboard.

What I should do
with them, I wish I knew
they’re yearning to fly of the page
their wings won’t let them be on the road.

As fliers, eyes take off from the stage
placed from the window, high on the sky
a beautiful heaven painted up there
truths under the sun, fly in letters of gold.

Healing the earth


Men and women!
As human beings if you have to live
for heaven’s sake train your children
with love, before it’s time to leave.

Guide them with your heart
on what you truly believe
else your gray cells will tear them apart
if you taught them only, on what to achieve.

We teach them how to talk, walk and dress
how to compete, talk, study, eat and drink
we show them ways to amass and possess
but we seldom teach them how to think.

A smile on the face is of little use,
if they curse from inside, and are ill at ease
as beings, they will learn to abuse
their health, they’d never be free from disease.

Parents! You teach them never to lose, always to win
the pain they haven’t learnt to endure.
Friends! They’re unable to accept smallest defeat
it’s time you help your children learn, from success and failure.

The world will turn for sure into heaven
if thoughts inside us were strong and pure
they’re things that’ll turn the stage into a golden garden
earth will heal on its own, wrongs will magically cure.

Wednesday, April 4, 2018

অতিথি


আমি এই বিদেশী দেশে থাকলেও
মাঝে মাঝে বুঝি,
এ আমার নিজের দেশ না
এখানে বর্ষা এলেও, ঠিক সেরকম
আনন্দ হয়না
পেট্রিকরের গন্ধ অচেনা মনে হয়,
শরৎকালে লাল লাল পাতাগুলো
দেখতে খুব ভালো লাগে ঠিকই
কিন্তু আমি তো ঐ সময়
সাদা ছেঁড়া মেঘগুলিকে
কাশফুলের সাথে কথা বলতে শুনেছি
ভাড়া করা পুরুত দিয়ে, একচালার দুর্গাপুজো হয়
হৈ হৈ করে
আমার অনেক বন্ধুও আছে এখানে
তবুও বুকে বাজে আমার হাহাকার

টাকা তো অস্বীকার করা যায়না
তাই পড়ে আছি,
সময় এলে এখানকার স্থানীয় লোকেরা
ঠিক বুঝিয়ে দেয় আমরা এখানে অতিথি
তা সে যতই দোকানপাট হোকনা কেন
আর যতই আমি নির্ভুল ভাবে
'অন দা কান্ট্রি রোডস' গাই না কেন
কিছু না পেলে ওরা হেঁসে বলে,
'আই লাভ দিস অ্যাকসেন্ট'

কিন্তু আমাকে যে নিজের দেশের মানুষও
বিদেশী ভাবে, মানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব
কেমন একটা কবে ফিরবি, ‘কদ্দিনের জন্য
লিখে রাখে তাদের প্রশ্নমাখা মুখে
দেশে গিয়েও অতিথিই মনে হয়
তা আমি যতই ভালো একসেন্টহীন বাংলায়
আবৃত্তি করিনা কেন
"চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির" 
পৃথিবীর পথে আমরা সবাই বুঝি অতিথি
এই সান্ত্বনা

Tuesday, April 3, 2018

I am writing


I am writing
for those eyes
blue, black, green
words befriended me
on the pages
in time, for years.

I am writing
stories of miseries
letters
broke as waters
built as rocks
tore me apart
fell off as pearls,
treasures lost
high in the sky
with a sigh
adrift in the sea.

I am writing
drowning in black and white
for the colorful hearts
yearning to be
found, sung and heard.